ঢাকা, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

কাঁচা আম দিয়ে তৈরি করুন ম্যাঙ্গো রাইস

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২৩, ১৮:০৪

কাঁচা আম দিয়ে তৈরি করুন ম্যাঙ্গো রাইস
ছবি: আনন্দবাজার

এবার আম শুধু আচার বা চাটনি নয়। নতুন এমন কোনও পদ রাঁধুন, যা গরমের দুপুরে খেতেও ভাল লাগবে এবং পেটও ভরবে। দক্ষিণী পদ ‘ম্যাঙ্গো রাইস’। কী ভাবে বানাতে হবে রইল তার প্রণালী।

উপকরণ

চাল: ২ কাপ

কাঁচা আম: ১টি

তেল: ১ টেবিল চামচ

বাদাম: আধ কাপ

ছোলার ডাল: ১ টেবিল চামচ

বিউলির ডাল: ১ টেবিল চামচ

সরিষা: আধ চা চামচ

শুকনো মরিচ: ২ টি

আদা কুচি: ১ টেবিল চামচ

কাঁচা মরিচ কুচি: ১ টেবিল চামচ

কারি পাতা: এক মুঠো

লবণ: স্বাদ অনুযায়ী

হলুদ: এক চিমটে

প্রণালী

১) প্রথমে ভাত রান্না করে নিন। চাল একটু শক্ত থাকতে থাকতে নামিয়ে নেবেন।

২) কাঁচা আম ধুয়ে খোসা ছাড়িয়ে কুরিয়ে নিন।

৩) এ বার কড়াইতে তেল দিন। এর মধ্যে দিন বাদাম। হালকা নাড়াচাড়া করে তুলে রাখুন।

৪) এ বার ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে এর মধ্যে গোটা সর্ষে, শুকনো মরিচ, ছোলা এবং বিউলির ডাল ফোড়ন দিন।

৫) সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে দিন আদা কুচি, কাঁচা মরিচ এবং কারি পাতা।

৬) একটু ভাজা হলে কুরিয়ে রাখা আম দিয়ে দিন। এর পর সামান্য একটু নুন এবং হলুদ দিন। হালকে আঁচে ভেজে নিন।

৭) আম নরম হয়ে এলে এর মধ্যে আগে থেকে করে রাখা ভাত অল্প অল্প করে দিয়ে দিন।

৮) ভাল করে মিশিয়ে নিয়ে উপর থেকে বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত