ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

প্রতিদিন মদ্যপানে কমবে আয়ু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৮, ১৬:২৮

প্রতিদিন মদ্যপানে কমবে আয়ু

প্রতি সপ্তাহে ১০ থেকে ১৫ বার 'অ্যালকোহলিক' পানীয় পান করলে এক থেকে দুই বছরের আয়ু কমে যেতে পারে। প্রায় ছয় লক্ষ মানুষের উপর ল্যানসেটের করা গবেষণায় এই তথ্য উঠেছে। গবেষনায় আরো বলা হয়, যারা সপ্তাহে ১৮ বারের বেশি মদ্যপান করেন তাদের আয়ু চার থেকে পাঁচ বছর কমে যেতে পারে। তবে হালকা মদ্যপান মৃত্যুর ঝুঁকি তেমন বাড়ায় না। এছাড়া বেশি অ্যালকোহল সেবনে স্ট্রোকের ১৪%, হৃদরোগ ৯%, মারাত্মক অ্যারোটিক এনিইউরিয়াসের ১৫% সম্ভাবনা বেড়ে যায়।

এমন কি আগের এক গবেষনায় রেড ওয়াইন হার্টের জন্য ভালো বলা হয়েছিল। কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা বলছেন এমন ধারনা ঠিক নয়। বরং এতে অন্যান্য ধরণের রোগ বাড়ার আশঙ্কা তৈরি হবে। এ দিকে অন্য একটি ড্যানিশ গবেষণায় দেখা যাচ্ছে, সপ্তাহে তিন থেকে চার বার মদ্যপান করলে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার স্বল্প মাত্রায় ঝুঁকি রয়েছে।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত