ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

অনলাইনে কেনাকাটায় যা খেয়াল রাখবেন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০১৮, ১৭:১৩

অনলাইনে কেনাকাটায় যা খেয়াল রাখবেন

অনলাইনে কেনাকাটা এখন আগের তুলনায় অনেক বেড়েছে। আর তার সাথে বেড়েছে বিভিন্ন সমস্যাও। ছবির সাথে ড্রেসের মিল নেই, ফেসবুক পেইজের এডমিন উত্তর দিচ্ছে না ইত্যাদি সমস্যায় পড়েন অনেক ক্রেতা। তাহলে চলুন জেনে নেই, অনলাইনে ড্রেস কিনতে গেলে যে সকল সাবধানতা অবলম্বন করা উচিত।

বিভিন্ন গ্রুপে ড্রেস দেখিয়ে প্রি-অর্ডারের কথা বলে কিছু পরিমাণ টাকা আগেই নেয়া হয়। পরে আর ড্রেস এবং পোস্ট-দাতার খবর পাওয়া যায় না। তাই, না জেনে শুনে কম দামে ড্রেস কেনা বন্ধ করুন।

সুন্দর ড্রেস দেখেই অর্ডার না করে সেই পেইজ সম্পর্কে জেনে নিবেন। তাদের ব্যবহার, ডেলিভারি সিস্টেম, রিটার্ন পলিসি ইত্যাদি জেনে নেয়া ভাল।

গুগলে সার্চ করে ড্রেস কেনার থেকে বিশ্বস্ত ওয়েবসাইট/পেইজ থেকে কেনা ভাল।

ওয়েবসাইট/পেইজের কাস্টমার রিভিউগুলো দেখতে পারেন।

অনলাইনে ড্রেস কেনার আগে আসল ছবি দিতে বলুন। এতে করে ঐ ড্রেসটি সম্পর্কে ভাল ধারণা পেয়ে যাবেন।

ফেসবুকে কিছু গ্রুপ আছে, যেগুলোতে ড্রেস কেনার জন্য কোন সাইট ভাল তা আপনি জেনে নিতে পারেন। ঐসব গ্রুপে পোস্ট করলে অনেকেই তাদের অভিজ্ঞতা অনুযায়ী ভাল সাইট-এর নাম দেবেন।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত