ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৫ মিনিট আগে
শিরোনাম

জিভ পুড়ে গেলে কি খাবেন?

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০১৮, ১৬:১৭  
আপডেট :
 ২০ নভেম্বর ২০১৮, ১৬:৩৪

জিভ পুড়ে গেলে কি খাবেন?

গরম কিছু খাওয়ার সময় অসাবধানতাবশত অনেকেরই জিভ পুড়ে যায়। অনেকে সতর্ক থাকলেও খাবারটি কি পরিমান গরম তা বুঝে উঠতে না পারায় প্রথম কামড় বা চুমুকেই জিভ পুড়ে যায়।

এতে জিভের স্বাদ কোষগুলো পুড়ে যায় এবং কিছু সময়ের জন্য স্বাদগ্রহণ করার ক্ষমতা হারায়। এর সাথে জিভে জ্বালাও শুরু হয়।

চিকিৎসকদের মতে, জিভ পুড়ে যাওয়াকে সম্পূর্ণ অবহেলা ঠিক নয়। বেশি পুড়ে গেলে জিভের প্রদাহ থেকেই মুখে নানা সংক্রমণ ঘটতে পারে। তাই পুড়ে গেলে তা অবহেলা না করে বরং স্বস্তি আনতে কিছু ঘরোয়া উপায় মেনে চলুন।

মধু

অ্যান্টিব্যাকটেরিয়াল ও সংক্রমণ কমাতে পারে মধু। তাই জ্বালা কমাতে মধুর আবরণ দিন পোড়া জিভে।

অ্যালোভেরা

পুড়ে গেলে দ্রুত ঠাণ্ডা কিছু রাখুন জিভে। এর জন্য অ্যালোভেরা খুবই কার্যকর। অ্যালোভেরা ব্যথা যেমন কমাবে, তেমনই জিভে ঠাণ্ডা ভাব এনে পোড়া জায়গায় আরাম দেবে।

বরফ

বরফ রাখুন জিভের পুড়ে যাওয়া অংশে। এতে ঠাণ্ডা অনুভূতি হবে ও জ্বালা কমবে অনেক। আর বরফ না পেলে ঠাণ্ডা পানি দিয়ে কুলকুচি করুন বার কয়েক।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত