ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

টাকা সঞ্চয়ের সহজ উপায়

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৪:১১

টাকা সঞ্চয়ের সহজ উপায়

আয় যেমনই হোক, প্রত্যেকেরই উচিত কিছুটা অর্থ সঞ্চয় করা। একথা আমাদের সবার জানা এবং তা যুক্তসঙ্গতও। কিন্তু আয়ের সঙ্গে সমতা করে ব্যয় করা ও মাসিক আয় থেকে একটি অংশ তুলে রাখতে সবাই পারেন না। বিশেষ করে কম আয় হলে তো টাকা জমানো খুবই গুরুত্বপূর্ণ। তবে সঞ্চয়ের জন্য আলাদা করে পরিকল্পনা করতে হয়। দেখে নিন সে সব।

চা-কফির নেশা অনেকেরই থাকে এবং তা বন্ধ করাও বেশ কঠিন। তবে প্রতিদিন কি খুব দামি রেস্টুরেন্ট থেকে চা-কফি খান? তবে সে অভ্যাস পরিবর্তন করতে হবে। চেষ্টা করুন সপ্তাহের দুই-তিন দিন একটু কম দামি কিন্তু ভাল জায়গা থেকে চা-কফি খেতে।

বাড়ির বিদ্যুতের বিলে কমিয়েও কিন্তু কিছুটা টাকা সঞ্চয় করতে পারেন। ব্যবহার শেষ হলেই বন্ধ করুন সুইচ। বাড়িতে রাখুন উন্নত মানের ওয়্যারিংও। এতে বিদ্যুতের বিলের খরচে কমানো সম্ভব হবে।

অনলাইন শপিংয়ের প্রায় সারা বছরই বিভিন্ন ছাড় থাকে। আবার অনলাইন শপিংয়ের নেশায় পড়ে অনেক জিনিস একসঙ্গে কিনে ফেলার অভ্যাস বদলান।

প্রতিদিনের খরচের উপর একটা বাজেট করুন এবং সেই বাজেটের মধ্যেই থাকার চেষ্টা করুন। প্রতিদিন বাড়ি ফিরে বেঁচে যাওয়া টাকা একটা জায়গায় জমান।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত