ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

মদপানে সৌন্দর্য বাড়ে!

  অনলাইন ডেস্ক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৯, ১২:৫৬

মদপানে সৌন্দর্য বাড়ে!

অ্যালকোহল শরীরের জন্য ক্ষতিকর। এটাই চিরাচরিত সত্য। এই পানীয় শরীরের ভেতরই নয়; বাইরেও পড়ে এর নেতিবাচক প্রভাব। কিন্তু ইংল্যান্ডের ব্রিসটল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন অদ্ভুত কথা।

ইয়োরট্যাঙ্গোর ওয়েবসাইট একটি প্রতিবেদন অনুযায়ী, গবেষকরা জানাচ্ছেন নিয়মিত পরিমিত মদ্যপান করলে সৌন্দর্য বাড়ে বই কমে না।

গবেষকরা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়াকে মদ না খাওয়া অবস্থার ছবি ও মদ্যপ অবস্থার ছবি দিতে বলেন। ছবিগুলো দেখে গবেষকরা জানিয়েছেন, মদ না খাওয়া অবস্থার থেকে এক গ্লাস মদ খাওয়ার পরের ছবিগুলিতে ছাত্রছাত্রীদের দেখতে ভালো লাগছে।

কিন্তু এক গ্লাসের বেশি মদ পান করার পরে তাদের ততটা ভাল লাগছে না দেখতে। বরং তার থেকে মদ না খাওয়া অবস্থার ছবিগুলো সুন্দর।

এই গবেষণা থেকে গবেষকরা এই সিদ্ধান্তে উপনীত হন যে, এক গ্লাস মদ পান করার পরে চোখের মণি ও গাল হালকা পরিবর্তন দেখা যায় কারণ তখন সেই ব্যক্তি ঝরঝরে বোধ করেন। কিন্তু পরিমাণ বাড়তে থাকলে সৌন্দর্য বাড়ার বদলে কমে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত