ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

তৈলাক্ত ত্বকের ব্রণ কমাবেন যেভাবে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৯, ১৮:০৪  
আপডেট :
 ১৫ জানুয়ারি ২০১৯, ১৯:২৩

তৈলাক্ত ত্বকের ব্রণ কমাবেন যেভাবে

তৈলাক্ত ত্বকের নারীদের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো ব্রণ। তৈলাক্ত ত্বকের জন্য অনেক বেশি যত্নের প্রয়োজন পরে। তৈলাক্ত ত্বকের সুবিধা হলো তেল বলিরেখা ও মুখের রঙের কোনো পরিবর্তন হওয়া থেকে রক্ষা করে। কিন্তু তৈলাক্ত ত্বকে সহজে ধুলোবালি আটকে যায়, মুখের লোমকূপগুলোকে বন্ধ হয় ও ব্রণ হয়। কিন্তু ২টি ঘরোয়া উপায়ে চাইলে কমাতে পারেন তৈলাক্ত ত্বকের ব্রণ।

লেবুর রস ও মধু

তৈলাক্ত ত্বকের যত্নে লেবু সবচেয়ে ভাল ঘরোয়া উপাদান। এক টেবিল চামচ লেবুর রস ও সমপরিমান মধু ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন।

বেসন ও দই ফেস প্যাক

দুই টেবিল চামচ বেসন ও এক টেবিল চামচ দই নিয়ে এতে দুই ফোঁটা মধু ও এক চিমটি হলুদ মিশিয়ে নিন। এবার এই প্যাকটি আপনার মুখে ও গলায় লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে তুলে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত