ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

কম খরচে কীভাবে পাবেন সুন্দর চুল?

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৯, ১৬:২৩

কম খরচে কীভাবে পাবেন সুন্দর চুল?

কর্মব্যস্ত জীবন, সারা দিনের পরিশ্রম ও ঘরে-বাইরে সামাল দিতে গিয়ে চুলের অযত্ন প্রায়ই হয়। সপ্তাহে বা মাসে একবার চুল পরিচর্যার সময় আর খরচ অনেকেই করতে পারেন না। কিন্তু এই শীতে চুলের শুষ্ক ও রুক্ষ হয় বেশি তাই এই সময়ে বেশি যত্নের প্রয়োজন হয়। আর অল্প খরচে বেশ কিছু ঘরোয়া উপায়ে পেয়ে যাবেন সুন্দর চুল।

রূপবিশেষজ্ঞরা বলেন, ঘরোয়া উপায়ে চুল ঝরে যাওয়া বা পাতলা হওয়া থেকে মুক্তি পাওয়া যায়। স্বল্প খরচে চুলের পরিচর্যা করতে চাইলে সপ্তাহে তিন দিন রাতে গরম তেল মালিশ করুন।

এছাড়া নারিকেল তেল ও ক্যাস্টর অয়েল মিশিয়ে গরম করে চুলের গোড়া ও মাথার ত্বকে মালিশ করে, সকালে শ্যাম্পু করে নিন। কখনো চুলে গরম পানি দেবেন না।

গরম পানি চুলের গোড়া আলগা করে চুল ঝরিয়ে দেয়। মেলানিনের ক্ষতি করে চুলের কালো রং নষ্ট করে দেয়।

চুল শুষ্ক হলে গোসলের আগে ডিম ফেটিয়ে তাতে দই মিশিয়ে নিন। এরপর চুলে লাগিয়ে মিনিট পনেরো পর শ্যাম্পু করে নিন।

শ্যাম্পু নির্বাচন করুন চুলের স্বাস্থ্য ও প্রকৃতি অনুযায়ী। প্রতিবার শ্যাম্পুর পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন।

প্লাস্টিকের চিরুনি নয়, ব্যবহার করুন কাঠের চিরুনি। তা না হলে মাথার ত্বকের ক্ষতি হবে। চুলের গোড়া ফাটার জন্য এটিও অন্যতম কারণ।

আমন্ড তেল গরম করে তা দিয়ে পাঁচ মিনিট মাসাজ করে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে দুই দিন করলেও অনেক উপকার পাবেন।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত