ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

ত্বকের যত্নে ঘি!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৯, ০৬:০৯

ত্বকের যত্নে ঘি!

দুধ থেকে তৈরি ঘি আমাদের অনেকেরই পছন্দের খাবার। আর এই পছন্দের খাবারটিকে আপনি ব্যবহার করতে পারেন রূপচর্চাতেও। প্রাচীনকাল থেকেই ত্বকের যত্নে ঘি ব্যবহৃত হয়ে আসছে। ঘি আপনার ত্বকের বলিরেখা দূর করার পাশাপাশি ত্বকের রুক্ষতাও দূর করবে।

তাহলে জেনে নেয়া যাক ঘি এর পাঁচটি অন্যতম গুণ-

১. কয়েক ফোঁটা তরল ঘি নিয়ে নিয়মিত ত্বকে ম্যাসাজ করুন। ঘি ব্যবহার করলে ত্বক হবে কোমল ও সুন্দর।

২. ঘি’তে প্রচুর পরিমাণ ভিটামিন ই থাকে। ভিটামিন ই ত্বকে বলিরেখা পড়তে দেয় না। প্রতিদিন ত্বকে ঘি ম্যাসাজ করলে তাই ত্বক থাকে টানটান।

৩. শীতে ফাটা ত্বকের শুষ্কতা দূর করতে বাথটাবের পানিতে ৫ টেবিল চামচ ঘি ও ১০ ফোঁটা তেল মিশিয়ে নিন। এতে আপনার ত্বক নরম, মোলায়েম হবে।

৪. চোখের নিচে কালো দাগ পড়লে কয়েক ফোঁটা ঘি চোখের আশেপাশের ত্বকে ম্যাসাজ করুন। লক্ষ্য রাখবেন ঘি যেন চোখের ভেতরে না যায়। কিছুক্ষণ পর চোখ ধুয়ে ফেলুন।

৫. ঘি ঠোঁঠ ফাটাও দূর করতে পারে। এজন্য ঠোঁটে ঘি ম্যাসাজ করুন।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত