ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৮ মিনিট আগে
শিরোনাম

‘সিলভার ডিসকভার’ এখন সুন্দরবনে

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৯, ১৩:২০

‘সিলভার ডিসকভার’ এখন সুন্দরবনে

আর্ন্তজাতিক পর্যটকবাহী বিলাসবহুল ভ্রমণতরী ‘সিলভার ডিসকভার’ এখন সুন্দরবনে। রবিবার দুপুরে মংলা বন্দরের ৭ নং জেটিতে নোঙ্গর করে এ ক্রুজশিপটি।

বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার দুরুল হুদা এ তথ্য জানান। তিনি বলেন, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য স্থান সুন্দরবন ঘুরতে ইমিগ্রেশনের জন্য বন্দরের জেটিতে নোঙ্গর করে সিলভার ডিসকভার। সুন্দরবনের ঢাংমারী, চরাপুটিয়া, আলোরকল, হারবাড়িয়া, করমজল, হিরন পয়েন্ট, কটকা, কচিখালী ও দুবলা ভ্রমণ করবে ক্রুজশিপটি।

বিলাসবহুল এ ভ্রমণতরী আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত এসব পর্যটন স্পটে ভ্রমণ করবে। জাহাজে থাকা যুক্তরাষ্ট্র, ভারত, কানাডা এবং নেদারল্যান্ডসের ৫৩ জন বিদেশি পর্যটকদের জন্যও বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে বলে বন্দরের এ পদস্থ কর্মকর্তা জানান।

কমান্ডার দুরুল হুদা আরো জানান, চেন্নাই থেকে আসা জাহাজটি আগামী ৩১ জানুয়ারি মিয়ানমারের উদ্দেশে সুন্দরবন এলাকা ত্যাগ করবে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত