ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ফাল্গুনের আগেই ত্বকে আনুন উজ্জ্বলতা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৬

ফাল্গুনের আগেই ত্বকে আনুন উজ্জ্বলতা

বিয়ের মৌসুম এখনো শেষ হয়নি তার উপর এখন আবার এসেছে ফাল্গুন আর ভালোবাসা দিবস। উৎসবের এই মাসে তাই সাজগোজ হবে অনেক। কিন্তু যতই সাজা হোক না কেন ত্বক হতে হবে উজ্জ্বল ও কোমল তবেই আপনার সৌন্দর্য ফুটে উঠবে।

রূপবিশেষজ্ঞদের মতে, যারা এখনো পার্লারে যেতে পারেন নি তারা ঘরোয়া কিছু উপায়েই ত্বকে আনতে পারেন বাড়তি উজ্জ্বলতা আর সৌন্দর্য।

সকাল শুরু করুন খালি পেটে এক গ্লাস পানি খেয়ে। শরীরের টক্সিন দূর করতে সবচেয়ে কার্যকর উপায় পানি। চেহারায় উজ্জ্বলতা ফেরায় এটি।

আপনার ত্বকের জন্য উপযুক্ত কোনো ক্লিনজার বা টোনার ব্যবহার করুন। অবশ্যই বাইরে বের হওয়ার আগেই ব্যবহার করুন। বাইরে বের হওয়ার সময় শরীরের খোলা অংশে অবশ্যই সানস্ত্রিন ব্যবহার করুন।

মেকআপ করার দরকার হলে বাড়ি ফিরে অবশ্যই ক্লিনজার ও টোনার দিয়ে মেকআপ তুলুন এবং ময়শ্চারাইজার লাগান।

উজ্জ্বলতা পেতে ফ্রুট প্যাক লাগান মুখে। ফেসপ্যাক তোলার পর অবশ্যই টোনার দেবেন ত্বকে। রাতে মধু, টকদই ও ওটসের মিশ্রণ লাগিয়ে রাখুন ১০ মিনিট। তারপর ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন মুখ।

ফাল্গুন, ভ্যালেন্টাইন’স ডে কিংবা বিয়েবাড়ি, বের হওয়ার আগের দিন ত্বককে স্ক্রাব করুন ভাল কোনো এক্সফোলিয়েটিং স্ক্রাব দিয়ে।

সাধারণত এই কয়েকটা নিয়ম মেনে চললেই ত্বককে অনেকটা প্রাণবন্ত করতে পারবেন আপনি।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত