ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

লিপস্টিক উঠে যাবে না সহজেই

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৮

লিপস্টিক উঠে যাবে না সহজেই

উৎসবের দিন জুড়ে আমাদের পরিকল্পনার শেষ থাকে না। সাজ-পোশাক উৎসবের অন্যতম অনুষঙ্গ। এমন দিনে মেকআপে অতিরিক্ত সৌন্দর্য আনবে লিপস্টিক। সময়ের সঙ্গে লিপস্টিক মুছে যাওয়া বা খাওয়ার পর তা হালকা হওয়া বা উঠে যাওয়ার সমস্যা কমবেশি সব মেয়েরাই পড়েন। তখন তো আপনার মেকআপই নষ্ট। তাই লিপস্টিক কেনার আগে কিছুটা সচেতনতা প্রয়োজন।

ত্বকের সাথে মিলিয়ে যে রঙের লিপস্টিকই ব্যবহার করুন না কেন, বসন্তের হাওয়ায় কিন্তু ঠোঁট ফাটতে শুরু করছে নতুন করে। তাই লিপস্টিকের সঙ্গে লিপবামও অবশ্যই ব্যবহার করুন।

অনেক লিপস্টিকে ময়শ্চারের পরিমান বেশি থাকে। কেনার সময় সে দিকটাও দেখে নিন।

ঠোঁট সহজে আর্দ্রতা হারালে লিপস্টিক দ্রুত ওঠে। তাই ঠোঁট কখনো শুকনো রাখবেন না। লিপ বাম বা ময়শ্চারাইজারে ভিজিয়ে রাখুন ঠোঁট।

দেয়ালে যেমন রঙের আগে প্রাইমার করে নিলে রং ভাল ধরে, ঠোঁটেও তেমনি লিপস্টিক দেয়ার আগে মেকআপ প্রাইমার লাগিয়ে নিন।

চেষ্টা করুন গাঢ় শেডের লিপস্টির ব্যবহার করতে। আর গাঢ় শেড পছন্দ না হলে সিলিকন আছে এমন লিপস্টিক ব্যবহার করুন। সিলিকন দীর্ঘ সময় ধরে লিপস্টিককে ধরে রাখতে সাহায্য করে।

লিপস্টিক ধরে রাখতে হলে তা দেয়ার নিয়মে পরিবর্তন আনুন। লিপস্টিক দেয়ার পর একটা টিস্যু পেপার ঠোঁটের উপর চেপে ধরুন। এতে বাড়তি রং উঠে যাবে। তারপর সেই বেসের উপর আবার লিপস্টিক লাগান। এতে লিপস্টিকের দুইটি আবরণ তৈরি হবে ও সহজে নষ্ট হবে না।

লিপস্টিক লাগানোর আগে ফাউন্ডেশন ব্যবহার করুন। এতে লিপস্টিক দীর্ঘস্থায়ী হবে।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত