ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

যেমন হবে রঙিন চুলের যত্ন

  রিফাত পারভীন

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫০

যেমন হবে রঙিন চুলের যত্ন

নিজের ব্যক্তিত্বে আধুনিকতার ছোঁয়া আনতে ফ্যাশনাবল কাপড়, মেকআপ সবই জরুরি। তবে যেটি রাতারতি পরিবর্তন আনতে পারে সেটি আপনার চুলের লুক। চুলের কাটিংয়ে নতুত্বের পাশাপাশি চুলে রংয়ের ফ্যাশনেও চলছে অনেক ধরনের ট্রেন্ড। এছাড়াও জেনে নিন চুলের রং করার আগে ও পরে কি কি যত্ন নেবেন।

রূপ বিশেষজ্ঞদের মতে, চুলে রং করার ফ্যাশনে এসেছে নানা রকম পরিবর্তন। চুল রঙিন করার ধরন ও রং বাছাই দুইটি এখন অনেক রুচিশীল। বয়স, ব্যক্তিত্ব, রুচি সব কিছু মিলিয়েই কিন্তু এখন চুলের রং বেছে নেয়া হয়।

চুল রঙিন করতে যে ট্রেন্ডগুলো এখন আছে তা হলো অ্যাশি সিলভার,স্ট্রবেরি হানি, রিচ কপার, মাসরুম ব্রাউন, ক্রিমি ব্লন্ড, জেট ব্ল্যাক, ব্লেন্ডেড রুটস। এছাড়াও চুল রঙিন করার আগে ও পরে আপনাকে অবশ্যই কিছু কাজ করতে হবে চুলের রঙকে স্থায়ী ও সুন্দর রাখতে।

চুলে রং করার আগে যা করবেন

চুলে রং করার আগে অবশ্যই নিদিষ্ট পার্লারে গিয়ে বিশেষজ্ঞ কারো পরামর্শ নিন।

আপনার পছন্দের রং করতে চাইলে চুল বিভিন্ন বিশেষজ্ঞদের কাজের উপর ধারণা নিন।

আপনার ত্বকে কোনো ধরনের অ্যালার্জি আছে নাকি তা অবশ্যই পরীক্ষা করে নিন।

চুল রঙিন করার আগে ত্বকের রংয়ের বিষয়টি মাথায় রাখুন।

চুল রঙিন করার আগে অবশ্যই আপনার চুলের জন্য প্রযোজ্য এমন শ্যাম্পু দিয়ে ভাল মত চুল পরিষ্কার করে নিন।

আপনার মাথার ত্বক যদি শুষ্ক হয় তবে অবশ্যই ত্বকে তেল দিয়ে নিন।

আগে রঙ করা চুলের থেকে স্বাভাবিক চুলে রঙ ভাল ধরে।

চুল রঙ করার পর যা করবেন

চুল রঙিন করার পর অনেক দিন পর চুল পরিষ্কার করতে হয় এমন ধারণা ঠিক নয়। অর্থাৎ দুই একদিন পরই চুল পরিষ্কার করতে পারবেন।

চুল রঙিন করার পর অবশ্যই আগের শ্যাম্পু ও কন্ডিশনার পরিবর্তন করুন।

আপনার চুলের রং অনুযায়ী শ্যাম্পু ও কন্ডিশনার ও অন্যান্য সামগ্রী বাছাই করুন।

চুলে রং করলে সূর্যের কড় রোদ থেকে চুল দূরে রাখুন ও গরম পানি বা কোনো ধরনের কেমিক্যাল মেশানো পানি দিয়ে পরিষ্কার করবেন না।

প্রতিদিন রঙিন চুলে বিশেষ কন্ডিশনিং ট্রিটমেন্টের প্রয়োজন হয়। এটি একেবারেই ভুলে গেলে চলবে না।

ছবিঃপ্রিয়তি

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত