ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

রান্নাঘর দেখেই বোঝা যায় আপনার ব্যক্তিত্ব?

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৫  
আপডেট :
 ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৬

রান্নাঘর দেখেই বোঝা যায় আপনার ব্যক্তিত্ব?

বাড়িতে রান্নাঘরের একটা আলাদা গুরুত্ব আছে। কারণ রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার উপর নির্ভর করে আমাদের স্বাস্থ্য। তবে নতুন একটি গবেষণায় জানা গেছে, রান্নাঘরই নাকি আপনার ব্যক্তিত্বের কথা বলবে।

ছোট্ট ফ্ল্যাটে মডিউলার রান্নাঘর যারা ব্যবহার করেন তারা নাকি ফ্যাশন নিয়ে অনেক সচেতন হন। গবেষকরা আরো দাবি করেন, তারা নাকি স্পষ্টভাষীও হন। এমন কি তারা এলোমেলো কোনো জিনিস একেবারেই পছন্দ করেন না।

আবার যে রান্নাঘরে আকারে বড় জানালা রয়েছে তারা প্রাণোচ্ছ্বল ও আরামপ্রিয় হন। গবেষকদের দাবি, তারা বাড়িতে মেহমানও বেশ পছন্দ করেন।

আধুনিক এবং কিছুটা পুরনো সরঞ্জাম দিয়ে রান্নাঘর সাজানো হলে নাকি তার স্বভাব একটু অগোছালো হয়। এছাড়া মাঝে মাঝে পুরনো স্মৃতিও এমন মানুষ প্রায়ই মনে করেন। তবে বন্ধুদের কাছে তাদের একটা আলাদা গুরুত্ব রয়েছে।

কারণ তারা যেকোনো বয়সের মানুষের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারেন নিজেকে। গবেষকরা বলছেন, শুধু রান্নাঘর নয় খাবার ঘরেও নাকি কাঠের চেয়ার-টেবিল থাকাই স্বাভাবিক।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত