ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

আলুতে দূর হবে ব্ল্যাকহেডস

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ মার্চ ২০১৯, ০৩:৪৪

আলুতে দূর হবে ব্ল্যাকহেডস

কমবেশি সবাই মুখের যত্ন নিয়ে থাকেন। মুখের সৌন্দর্য ধরে রাখতে প্রয়োজন নিয়মিত মুখের ত্বকের সঠিক যত্ন। ত্বকের সঠিক যত্ন না হলে মুখের ত্বকের সমস্যা হিসেবে দেখা দেয় ব্ল্যাকহেডস। এই ব্ল্যাকহেডস দূর করতে খরচা করে পার্লারে গিয়ে স্ক্র্যাবিং, ফেসিয়াল, ক্লিনিং করে থাকেন অনেকে। কিন্তু পুরোপুরি সমস্যা থেকে মুক্তি নেই।

তবে, ঘরোয়া উপাদানেই দূর করতে পারেন অনাকাঙ্ক্ষিত এই ব্ল্যাকহেডস। রান্নাঘরের আলু দিয়েই দূর করুন ব্ল্যাকহেডস। এ জন্য প্রয়োজন ১টি মাঝারি মাপের আলু, ১ চামচ অ্যাপেল সাইডার ভিনেগার ও প্রয়োজনমতো পানি।

ব্যবহার পদ্ধতি: একটি মাঝারি মাপের আলু ভালো করে ধুয়ে নিন। এরপর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কাটুন। এবার আলুর টুকরোগুলো অ্যাপেল সাইডার ভিনেগারের সঙ্গে মিশিয়ে ভালো করে ব্লেন্ড করুন অথবা মিহি করে বেটে নিন।

আলু আর অ্যাপেল সাইডার ভিনেগারের মিশ্রণটি সামান্য পানি দিয়ে পাতলা করে নিন। এবার এই মিশ্রণটি একটি আইস ট্রেতে ঢেলে ডিপ ফ্রিজে ৩-৪ ঘণ্টা রেখে দিন।

ক্লিনজার বা সামান্য উষ্ণ পানি দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিন। এবার বরফ হয়ে যাওয়া আলু আর অ্যাপেল সাইডার ভিনেগারের মিশ্রণের টুকরো নিয়ে ত্বকের ব্ল্যাকহেডস আক্রান্ত স্থানে মালিশ করুন। দিনে ২-৩ বার এই পদ্ধতিটি প্রয়োগ করুন। দুয়েক সপ্তাহের মধ্যেই সমস্যা অনেকটাই দূর হবে।

  • সর্বশেষ
  • পঠিত