ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ভ্রমণের আগে ট্রাভেল এজেন্সি সম্পর্কে যা জানবেন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৯, ১১:৫৯  
আপডেট :
 ০৭ এপ্রিল ২০১৯, ১২:০৪

ভ্রমণের আগে ট্রাভেল এজেন্সি সম্পর্কে যা জানবেন

ছুটি পেলে নিশ্চয়ই যান্ত্রিকতার বাইরে চলে যেতে চান। পরিবার, বন্ধু আবার অনেকে একাই ভ্রমণে চলে যান। সে ক্ষেত্রে কেউ বা নিজেদের উপরেই ভরসা করেন, আবার কেউ নিরাপত্তার কথা মাথায় রেখে ট্রাভেল এজেন্সির সঙ্গে বেড়াতে যান।

আপনার বেছে নেয়া ট্রাভেল এজেন্সিটি কেমন, তার উপরেই কিন্তু আপনার ভ্রমণ অভিজ্ঞতা অনেকটাই নির্ভর করে। তাই ট্র্যাভেল এজেন্সি বাছাই করার আগে কয়েকটি জিনিস মাথায় রাখা দরকার।

ট্রাভেল এজেন্সির কাস্টমার সার্ভিস কেমন সেই সম্পর্কে জেনে রাখুন। প্রত্যেক ভ্রমণকারীর সঙ্গে ট্র্যাভেল এজেন্সিটি একই রকম ব্যবহার করে কি না সেই দিকেও খেয়াল রাখুন।

আপনি যে যে টুরিস্ট স্পটে বেড়াতে যেতে চান, সেইগুলোতে ট্রাভেল এজেন্সি নিয়ে যাবে কি না জেনে নেয়া দরকার। সেই স্পটগুলোতে বেড়ানোর জন্য কতটা সময় পাবেন তা জানুন।

কোনো জরুরি অবস্থায় ট্রাভেল এজেন্সিটি কীভাবে পরিস্থিতি সামাল দেবে তা বুঝে নিতে হবে।

নারী ভ্রমণকারীদের নিরাপত্তার বিষয়টি বিশেষ ভাবে দেখে নিতে হবে।

কেউ অসুস্থ হয়ে পড়লে বা শিশু ও বৃদ্ধদের জন্য এই ট্রাভেল এজেন্সির কোনো বিশেষ ব্যবস্থা আছে কি না জেনে নিন।

অনেক ট্রাভেল এজেন্সিতে অদক্ষ ম্যানেজারকে সঙ্গে দিয়ে দেন। তাই ট্রাভেল এজেন্সির ম্যানেজারের দক্ষ সম্পর্কে খোঁজখবর নিন।

এই বিষয়গুলো সম্পর্কে কীভাবে জানবেন

আপনার কোনো বন্ধু বা পরিচিত ভ্রমণে গিয়েছিল এমন একটি ট্রাভেল এজেন্সি বেছে নিন। তাদের অভিজ্ঞতা জানলে আপনার সমস্যায় পড়তে হবে না।

ট্রাভেল এজেন্সিটির ওয়েবসাইট ভাল করে পড়ুন। কোথায় কোথায় তারা বেড়াতে গিয়েছে, কত খরচ পড়েছে তা দেখুন।

কাস্টমার রিভিউ দেখেও আপনি কিছুটা ধারণা পাবেন ট্রাভেল এজেন্সি সম্পর্কে।

আরো তথ্যের প্রয়োজন পড়লে এজেন্সিতে ফোন করে কথা বলে জানুন। আপনার নিজের কী কী প্রয়োজন সেকথাও জানান।

একজন ভাল ট্রাভেল এজেন্ট ভ্রমণকারী কোথায় বেড়াতে যেতে চায় সেটা প্রথমেই জেনে নেন। তাই কথা বলার সময়ে এই বিষয়টি মাথায় রাখুন।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত