ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

প্লেন ভ্রমণে হাত ব্যাগে যা রাখবেন না

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৯, ১৭:৫৪

প্লেন ভ্রমণে হাত ব্যাগে যা রাখবেন না

অফিসে কাজে বা পরিবারের সাথে ঘুরতে যাওয়া উড়োজাহাজে ভ্রমণ করতে হয় অনেক সময়ে। কিন্তু প্লেনে ভ্রমণের সময় যাত্রীরা হাতে রাখা ব্যাগে চাইলেই সবকিছু নিতে পারেন না। এক্ষেত্রে কিছু নিয়মকানুন মেনে চলতে হয় তাদের। এগুলো হ্যান্ড লাগেজে নেয়া যায় না আর এমন কিছু চেক-ইনের সময় পেলে তা ফেলে দেন বিমান সংস্থার কর্মীরা। তবুও যাত্রীরা নিয়ম না মেনেই এগুলো বহন করেন। অনেকে আবার না জেনেও সাথে নিয়ে যান। তাই জেনে নেয়া জরুরি যে কোন জিনিসটি হাত ব্যাগে বহন করতে পারবেন আর কোনটি পারবেন না।

আগুন জ্বালানোর লাইটার হাত ব্যাগে নেয়া যাবে না। তবে একটি থাকলে সমস্যা না হলেও একাধিক থাকলে সমস্যা।

ফ্লেয়ার (এক ধরনের মশাল) সঙ্গে নিয়ে বিমানে ওঠার অনুমতি নেই।

রাসায়নিক পদার্থের মধ্যে হেয়ার ডাই (চুল রঙ করার বস্তু) হ্যান্ড লাগেজে নেয়া যাবে না।

আপনি যদি ব্যাডমিন্টন খেলোয়াড় হয়ে থাকলে র‍্যাকেট নিয়ে উড়োজাহাজে উঠবেন না।

স্কুরু ড্রাইভার, স্প্যানার, প্লাস, করাত, ড্রিল মেশিনগুলো প্রয়োজনীয় হলেও যন্ত্রপাতির ব্যাগ হাতে করে নেয়ার কোনো অনুমতি নেই আকাশপথে।

উড়োজাহাজের নিয়ম মানা বাধ্যতামূলক সেটি পানির ক্ষেত্রেও। প্লেনে ১০১ মিলিলিটারের বেশি তরল পদার্থ নেয়া মানা। অর্থাৎ এক ক্যান স্যুপ নিয়েও প্লেনে যেতে পারেন না যাত্রীরা।

উড়োজাহাজে ভ্রমণের সময়ে মাছ ধরার ছিপ রাখা যাবে না।

ভ্রমণপ্রেমীরা তাঁবু স্থাপনের জন্য খিল বা গজাল নিতে চাইলে হ্যান্ড লাগেজে না রাখাই ভাল। এগুলো উড়োজাহাজে সম্পূর্ণ নিষিদ্ধ।

আপনি প্রয়োজনীয় ওষুধ নিতে পারবেন। কিন্তু সেটির পরিমান ১০০ মিলিলিটারের কম হওয়া চাই।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত