ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

তেলাপিয়া মাছে পোড়া চামড়ার চিকিৎসা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ এপ্রিল ২০১৯, ১৩:২৪

তেলাপিয়া মাছে পোড়া চামড়ার চিকিৎসা

হঠাৎ করে হাত পা পুড়ে গেলে অনেকেই নানা রকম প্রাথমিক চিকিৎসার কথা বলেন। অনেকে বলেন হঠাৎ পুড়ে গেলে ক্ষতস্থানে দাঁত মাজার পেস্ট লাগিয়ে দিলে খুব ভালো ফল পাওয়া যায়। কিংবা লাগানো যায় বার্নলও। কোনো ভাবেই যেন ক্ষতস্থানে পানি না লাগে তা খেয়াল রাখার কথাও বলেন কেউ কেউ।

কিন্তু জানেন কি এই মাছের ছাল ব্যান্ডেজের মতো লাগিয়ে রাখলেও আপনি ভাল ফল পাবেন। কি মাছ জানেন? তা হলো আমাদের সবার প্রিয় তেলাপিয়া মাছ।

সারাবছর বাজারে পাওয়া যায় এটি। শুধু স্বাদেই নয়, পুষ্টিবিদদের মতে, এ মাছের পুষ্টিগুণ অসাধারণ! তেলাপিয়া মাছে রয়েছে প্রচুর পরিমানে পটাশিয়াম, প্রোটিন, ভিটামিন বি-১২, ফসফরাসের মতো উপাদান।

ব্রাজিলীয় চিকিৎসকরা জানিয়েছেন, আগুনে পুড়ে যাওয়া অংশে তেলাপিয়া মাছের চামড়া ব্যান্ডেজের মতো লাগিয়ে রাখলে ওই ক্ষত খুব তাড়াতাড়ি সেরে যায়। শুধু তাই নয়, যন্ত্রণাও দ্রুত কমে যায়।

বিজ্ঞানীদের মতে, তেলাপিয়া মাছের চামড়ায় কোলাজেন প্রোটিনের টাইপ ১ ও টাইপ ৩ রয়েছে, যা আগুনে পুড়ে মারাত্মক ক্ষতিগ্রস্থ হওয়া অংশকেও খুব সহজে সারিয়ে তুলতে পারে। ইতোমধ্যেই এই চিকিৎসা পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত