ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

ঠোঁটের কালো ছোপ দূর করবেন যেভাবে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৯, ১১:২৩

ঠোঁটের কালো ছোপ দূর করবেন যেভাবে

ঝকঝকে উজ্জ্বল মুখ, কিন্তু ঠোঁটে কালো ছোপ থাকলে পুরো সাজটাই নষ্ট। চা, কফি বা ধূমপানের জন্যও ঠোঁটে কালো ছোপ পড়ে। আবার রোদে বের হলে গোলাপি ঠোঁটের গায়ে দাগ পড়ে যায়। আর কালচে ঠোঁট সৌন্দর্য ও আকর্ষণকে কমিয়ে দেয় অনেকটাই।

কিন্তু সব সমস্যারই সমাধান রয়েছে। কিছু নিয়মকানুন মেনে চললে ও ঘরোয়া উপায় জানলে ঠোঁটের কালো দাগ দূর করা সহজ হয়। জানেন সে সব উপায়?

ঠোঁটে মরা কোষ জমতে থাকলে উজ্জ্বলতা হারায়। তাই প্রতিদিন ব্রাশ করার সময়ে ঠোঁটেও ব্রাশ করুন কিছুটা। তার পরে হালকা কোনো লিপবাম লাগিয়ে নিন। অথবা রাতেও ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে হালকা ব্রাশ দিয়ে ঘষে গ্লিসারিন অথবা লিপবাম লাগিয়ে শুয়ে পড়ুন।

রোদে বের হওয়ার আগে ঠোঁটে এসপিএফ যুক্ত লিপ বাম লাগান। ত্বকে যেমন সানস্ক্রিন লাগানো প্রয়োজন, তেমনই ঠোঁটকেও বাঁচান।

বরফের টুকরায় কয়েক ফোঁটা আমন্ড অয়েল লাগিয়ে ঠোঁটে ঘষে নিন। এতে ঠোঁটের রক্ত চলাচল স্বাভাবিক হবে এবং ঠোঁটের উজ্জলতা ফিরে আসবে।

লেবুর রস ও মধুর মিশ্রণ ঠোঁটে লাগান। বেশ কিছু ক্ষণ লাগিয়ে ধুয়ে ফেলুন।

চিনির সঙ্গে লেবু আর মধু মিশিয়েও লাগাতে পারেন ঠোঁটে। এটা স্ক্রাবারের কাজ করে।

প্রত্যেকের বাড়িতেই আলু থাকে। তাই আলুর রসও লাগাতে পারেন ঠোঁটে।

ধূমপানের অভ্যাস যত দ্রুত সম্ভব ত্যাগ করুন।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত