ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

ঝড়ে যেভাবে নিরাপদে থাকবেন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৪ মে ২০১৯, ১১:৩৭  
আপডেট :
 ০৪ মে ২০১৯, ১২:৫৮

ঝড়ে যেভাবে নিরাপদে থাকবেন

ঘূর্ণিঝড় ফণী এখন অবস্থান করছে বাংলাদেশে। যার প্রভাব পড়েছে সারা দেশেই। ঘূর্ণিঝড়ে স্বাভাবিক ভাবেই ঝড়ো বাতাসের দাপট থাকে বেশি। এমন সময়ে নিজে সচেতন না হলে ঘটতে পারে নানা বিপদ। আবার এমন ঘূর্ণিঝড়ের সময় অনেকে ভয় পেয়ে যান ও বুঝতে পারেন না, কী করবেন। ঝড়ের সময় ঘরে বা বাইরে যেখানে থাকুন না কেন? নিরাপদে থাকুন।

টেলিভিশন, রেডিও ও সোশ্যাল মিডিয়া থেকে সবসময় ঝড় সংক্রান্ত তথ্য সংগ্রহ করুন। গুজব না ছড়ানো বন্ধের পাশাপাশি আতঙ্কিতও হবেন না।

ঝড়ের সময় কোনো বৈদ্যুতিক যন্ত্র যেমন- টেলিভিশন, ফ্রিজ, এসি, মোবাইল ইত্যাদি ব্যবহার থেকে বিরত থাকুন।

যেখানে ঝড়ের তীব্রতা কম অনুভূত হবে, সেখানে আশ্রয় নিন।

ঝড়ের সময়ে পুরনো বাড়ি, মাটির ঘর ও ঝুঁকিপূর্ণ দেয়াল এড়িয়ে চলুন। অথবা বড় কোনো গাছের নিচে আশ্রয় নেবেন না। কারণ গাছ পরে আপনার জীবনও যেতে পারে।

ঝড়ের সময় গাড়ি চালানো থেকে বিরত থাকুন। নিরাপদ স্থানে গাড়ি দাঁড় করিয়ে রাখুন।

সমুদ্রতীর ও নিকটবর্তী স্থান থেকে নিরাপদ স্থানে আশ্রয় নিন।

ধুলোবালি বেশি হলে নিরাপদ স্থানে চলে যেতে পারেন।

বাইরে থাকলে মজবুত কোনো ভবনের নিচে আশ্রয় নিন।

নিরাপত্তার জন্য চশমা বা মাস্ক পড়তে পারেন।

ঝড়ের সময় কাচের দরজা-জানালা পর্দা দিয়ে ঢেকে দিন।

বাড়ির জানালা-দরজা ভাল ভাবে লাগিয়ে রাখুন।

ঝড়ের সময় মোবাইল বা ল্যাপটপ চার্জ দেবেন না।

এমন ঘূর্নিঝড়ে ঘরের বাইরে বের হবেন না।

বাড়ির শিশুদের প্রতি বাড়তি খেয়াল রাখুন। যাতে তারা ছাদে বা জানালার পাশে না যায়।

ঘরে পর্যাপ্ত শুকনো খাবার, পানি ও ওষুধ রাখবেন।

প্রয়োজনীয় কাগজপত্র ওয়াটারপ্রুফ ফাইলে রাখুন।

মোমবাতি বা ব্যাটারিচালিত কোনো আলো হাতের কাছে রাখুন।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত