ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

কাশ্মীরের তুষারপাত দেখতে বেড়েছে পর্যটক

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০১৯, ১৬:৩৮  
আপডেট :
 ১৩ জুন ২০১৯, ১৬:৫১

কাশ্মীরের তুষারপাত দেখতে বেড়েছে পর্যটক

ভরা গ্রীষ্মে তুষারপাত! কে কবে শুনেছে এমন কথা? কিন্তু এ বছর তেমন দিন দেখলো কাশ্মীরের পর্যকটরা। সোনমার্গ, গুর্জ ও কাশ্মীর উপত্যকার আরো উত্তরদিকে জুন মাসের মাঝামাঝি তুষারপাত দেখল পর্যটকরা।

তবে জম্মুতে নেই এমন আবহাওয়া। মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে এমন দুই রকম বিপরীত আবহাওয়া সচরাচর দেখা যায় না। তাই জম্মু ও কাশ্মীরের এমন দৃশ্য দেখার সুযোগ হারাতে চাইছেন না পর্যটকরা।

এছাড়া কাশ্মীর উপত্যকার কোথাও কোথাও হয়েছে বৃষ্টিও। কিছুদিন আগে, এপ্রিলের মাঝামাঝি সময়েও কাশ্মীরে তুষারপাত হয়েছিল। ভারতে এখন প্রচণ্ড গরম চলছে তাই ভারতীয় পর্যকটদের ভিড় সব থেকে বেশি। আবার অনেকেই থাকার জায়গা না পেয়ে ফিরেও এসেছেন।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত