ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

ঠাণ্ডা ঠাণ্ডা তরমুজ গোলা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০১৯, ১৫:৫২

ঠাণ্ডা ঠাণ্ডা তরমুজ গোলা

স্বাস্থ্যকর তরমুজ এই গরমে সবারই পছন্দ। কিন্তু তরমুজের গোলা কি খেয়েছেন? ঠাণ্ডা ঠাণ্ডা গোলা তীব্র গরমে দেবে এক প্রশান্তি।

উপকরণ

তরমুজ কিউব ১ কেজি বিচি ফেলে কিউব করা, রুহ আফজা ১/৪ কাপ।

প্রণালি

তরমুজ কিউব একটি বাটিতে নিয়ে ১ ঘণ্টা ডিপ ফ্রিজে রাখুন। হালকা শক্ত হলে নামিয়ে ব্লেন্ড করে নিন। সাথে রুহ আফজা মিশিয়ে নিন। তরমুজ মিষ্টি না হলে স্বাদমত অল্প চিনি দিতে পারবেন।

এখন আবার ফ্রিজে রেখে দিন ৬-৭ ঘণ্টা। আইস হয়ে গেলে নামিয়ে ৫ মিনিট রাখুন। এখন কাটা চামচ দিয়ে পুরো মিশ্রণটি ভাল করে কেচে দিন। ব্যাস তৈরি হয়ে গেল গোলা। এভাবে ফ্রিজে রেখে এক মাসও খেতে পারবেন।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত