ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

দুধের প্যাকেট কাটলেই হবে যে ক্ষতি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ জুন ২০১৯, ১০:১৩

দুধের প্যাকেট কাটলেই হবে যে ক্ষতি

আমাদের শরীরের জন্য দুধের পুষ্টি খুবই প্রয়োজন। তা ছোটদের জন্য হোক বা বয়স্কদের জন্য। সারা দিনের পড়াশোনা বা অফিসের পরিশ্রম আমাদের দুর্বল করে দেয়। বিশেষ করে একটু বয়স বাড়লে হাড়ের জন্য দুধে থাকা ক্যালসিয়াম আমাদের খুবই দরকার হয়।

সকাল হলেই দুধের প্যাকেট কেটে তা দিয়েই নাস্তা শুরু করি। এখন আর বাড়ি বাড়ি গিয়ে দুধ দেয়ার প্রচলন অনেক কম। তাই দোকান থেকে দুধ আসার পরই সেই প্যাকেটের মুখ কেটে আপনি নিশ্চয়ই গরম করতে বসান। আর এখানেই হতে পারে বিপদ।

কারণ ওই যে ছোট টুকরোটি কেটে মাটিতে ফেললেন তা কিন্তু বায়োডিগ্রেডেবল নয়। অর্থাৎ তা এতই ছোট যে মাটিতে মিশে যেতে পারে না। এখান থেকেই ছড়াচ্ছে মারাত্মক দূষণ।

সম্প্রতি ভারতের বেঙ্গালুরু রাজ্যে প্রায় ৫০ লক্ষ এরকম টুকরো খুঁজে পাওয়া গিয়েছে। পরিবেশবিদদের মতে , দুধের প্যাকেট বড় হয়, উচ্চ তাপমাত্রায় তাকে পুড়িয়ে ছোট করে ফেলা সম্ভব।

কিন্তু এই টুকরোগুলোকে কিছুই করা যায় না। তাই বলা হচ্ছে আলাদা করে না কেটে প্যাকেট অল্প কেটে কাজ করলে পরিবেশের ক্ষতি হবে না। আর মানুষসহ অন্যান্য প্রাণিও বিপদমুক্ত থাকবে।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত