ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

কর্মক্ষেত্রে সম্মান পেলে বাড়ে আয়ু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৪ জুলাই ২০১৯, ১৩:৪৯

কর্মক্ষেত্রে সম্মান পেলে বাড়ে আয়ু

অফিসে আপনার কর্মীরা ঠিকমতো কাজ করছে না? বারবার বলা সত্ত্বেও তাদের কাছ থেকে প্রত্যাশামতো কাজ পাচ্ছেন না আপনি? এমন কি চিৎকার-চেঁচামেচি করেও যদি লাভ না হয়, তাহলে একবার ভেবে দেখুন বস হিসেবে আপনার ব্যবহারে কোনো কমতি থেকে যাচ্ছে না তো!

জরিপ বলছে কর্মচারীরা অফিসে ঠিকমতো সম্মান না পেলে তাদের কর্মক্ষমতা কমে যায়। শুধু টাকা-পয়সা নয়, ঠিকমতো ব্যবহার না পেলে কর্মচারীরা এক ধরনের হতাশায় ভুগতে থাকে। ফলে কমে তাদের আয়ুও।

এই হতাশাই তাদের কাজের পথে বাধা হয়ে দাঁড়ায়। হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণায় দেখা গিয়েছে যে কর্মক্ষেত্রে সম্মান না পেলে কর্মীদের কর্মক্ষমতা ৫৬% পর্যন্ত কমে যায়।

বস যদি তার সাথে কাজ করা কর্মীদের সঙ্গে ভাল ব্যবহার করেন, তাহলে জবে সন্তুষ্টি অনেকটাই বেড়ে যায়। এরই প্রভাব পড়ে তাদের কাজে।

যে অফিসে বস সব সময়েই কর্মীদের বকাঝকা করেন, সেখানে কর্মীরা সারাক্ষণই অপমানিত হওয়ার ভয়ে থাকে, ফলে মন খুলে কাজ করতে পারে না। যার ফলে কমে যায় তাদের মানসিক শান্তি এবং এর প্রভাব পড়ে তার জীবন আয়ুতেও।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত