ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

নিজেকে স্লিম দেখাতে যা করবেন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৯, ১০:৪৪

নিজেকে স্লিম দেখাতে যা করবেন

আকষর্ণীয় স্লিম ফিগার কে না চায়! কিন্ত চাইলেই তো আর তা পাওয়া যায় না। তবে কিছু কৌশল অবলম্বন করে আপনি হয়ে উঠতে পারেন আকষর্ণীয়।

নিজেকে স্লিম দেখাতে করনীয়-

১. ফিটিং পোশাক আপনাকে স্লিম দেখাতে সাহায্য করবে।

২. জামার গলা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। মোটা শরীর যাদের, তাদের ভি-শেপ অথবা চারকোনা গলা ভালো মানাবে। গলায় লেসের ব্যবহার করা যেতে পারে। এতে গলার অংশটি কোমরের তুলনায় বেশি মনোযোগ পাবে।

৩. রং নিয়ে খেলুন। কালো, গাঢ় বাদামি, গাঢ় নীল এই রংগুলোকে প্রাধান্য দিতে পারেন। গাঢ় রং আপনাকে স্লিম দেখাতে সাহায্য করবে।

৪. শরীরের আকর্ষণীয় অংশটিকে গুরুত্ব দিন। যদি আপনার কোমরের দিকটি মোটা হয় তবে এর ওপরের অংশটির দিকে খেয়াল রাখুন। একটু গাঢ় উজ্জ্বল রঙের পোশাক পরুন।

৫. যাদের চেস্টের দিকটা বেশি মোটা তারা ওপরের অংশের জন্য গাঢ় রং কিংবা বড় প্রিন্টের কাপড় ব্যবহার করতে পারেন।

৬. স্লিম দেখাতে জুতাও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সরু হিল পরলে স্লিম ও আকর্ষণীয় লাগে।

৭. মোটা মেয়েরা কানে একটু ঝোলানো দুল পরলে গলা কিছুটা লম্বা দেখাবে। এতে অনেকটা স্লিম দেখাবে।

৮. লম্বা স্ট্রাইপের জামা মোটাদের ভালো মানাবে।

৯. একটু লম্বা কাটের জামা মোটাদের জন্য সঠিক হবে।

১০. চুল এমনভাবে কাটুন যেন মুখের দুইপাশে পড়ে থাকে, এতে আপনার মুখটা স্লিম দেখাবে।

  • সর্বশেষ
  • পঠিত