ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

আফরোজা’র কবিতা ‘শ্রেষ্ঠ শিক্ষক’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২১, ২১:০৭

আফরোজা’র কবিতা ‘শ্রেষ্ঠ শিক্ষক’
প্রতীকী ছবি

বাবা-মার পরেই স্থান যাকে,

দিয়েছে প্রভুর বানী।

নিঃসন্দেহে শিক্ষক তিনি,

আমরা সবাই জানি।

শিক্ষকের চেয়ে বড়-মহান,

হয় না কিছুই আর।

আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক,

আমার গণিত স্যার।

মম জীবনের চারিদিকে যখন,

ছিলো হতাশার ছাপ।

বিধাতার দেয়া উপহার ছিলো,

ওনার আবির্ভাব।

শ্রেষ্ঠ শিক্ষকরূপে এসেছিলেন যিনি,

আমার জীবন পাতায়।

রয়েছেন আজো ঠিক তেমনি,

সম্মান ও সশ্রদ্ধায়।

চিন্তা-চেতনায় ছিলেন আপনি,

সদা সৃজনশীল।

বুদ্ধিমত্তা আর প্রজ্ঞা ছিলো যার,

তীক্ষ্ণ-সাবলীল।

স্পষ্ট-সুন্দর বাচনভঙ্গিতে ছিলেন,

সদা দীপ্তিমান।

সহাস্যমুখে প্রতিনিয়ত মোদের,

করতেন পাঠদান।

ম্যাথ, ইংলিশে ভীষণ দক্ষ,

বিজ্ঞানেও নেই ছাড়।

আপনার মতো বিজ্ঞ তখন,

কাওকে দেখিনি আর।

অসাধারণ আপনার পড়ানোর ধরনে,

হতাম মন্ত্রমুগ্ধ।

প্রতি পদে তব দোয়াটুকু ছিলো,

পরম আরাধ্য।

ব্যক্তিত্বে ছিলো প্রস্ফুটিত যার,

সততারই ভিত্তি।

আমার চোখে আপনিই সেরা,

আদর্শের প্রতিমূর্তি।

আপনারই আদর্শের অনুসারী আমি,

আজো আছি তেমন।

আজো আপনিই শ্রেষ্ঠ শিক্ষক,

থাকবেন আজীবন।

স্বপ্ন গড়ার কারিগর আপনি,

আপনি জাতির সেবক।

এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আপনি,

আপনি জ্ঞানের বাহক।

জীবনে যেথায় থাকি না কেনো,

আপনাকে স্মরণে রাখিব।

প্রার্থনা মোর করজোড়ে তব,

মোনাজাতে যেনো থাকিব।

লেখক: তায়্যেবাহ জাহান রিনা (আফরোজা)।

উৎসর্গ: ইমরানুল ইসলাম, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত