ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

এইচ এম এ হক বাপ্পি’র কবিতা ‘নিষ্পাপ কর্ণেল’

  কবিতা ডেস্ক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৭

এইচ এম এ হক বাপ্পি’র কবিতা ‘নিষ্পাপ কর্ণেল’
সংগৃহীত ছবি

মৃত্যুর সাথে ছন্দ মেলানো কাঁধ

নিঃশঙ্কতায় বিদগ্ধ এক সেনা

পুনর্জন্ম হয়না কেন সত্যি?

একটা জাতি কত কাল রবে দেনা!

ধ্রুপদীর দড় গরাদ ভাঙে যে ধারাপাত

এক জীবনের অবহারে তার প্রাপ্তি,

শ্রেনি শৃংখল উবে-আধান হয়না সাম্য

দেশপ্রেমিকের ফাঁসিকাঠ তার ব্যাপ্তি।

শংসাপত্রে- যার প্রতিলিপি সততা

তিসসা হাসিলে সাজালেই জমে কিসসা?

হারিয়েছো চোখে, আছো-রবে বিপ্লবে

বঞ্চিত শেখে তোমায় বাকি আছে তারও হিস্যা।

চির অমর হয়েছো মৃত্যুর এওয়াজ বদলে

প্রহসন-পীড়নে তাই বুঝি ছিলে উদ্বেল!

মহাকাল দেবে যুগান্তরীর সাক্ষী-

বাংলাদেশের বিস্ময় তুমি ‘নিষ্পাপ কর্নেল’।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত