ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

ফেরারি রাত

  আসিফ ইলাহি রনক

প্রকাশ : ১০ মার্চ ২০১৯, ১৭:২২

ফেরারি রাত
প্রতীকী ছবি

এই সব ভাঙাচোরা রাতে

কেউ ফিরে আসে তারই আদলে

শিশির বিন্দু হয়ে চোখের কোলে

পাখির ডানায় ভর করে উড়ে উড়ে

দূরালাপনির মোহনিয় ভাসা ভাসা তরঙ্গে

কেউ আসে তার নিয়মের সীমারেখার তোয়াক্কা না করে

রীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বক্র পথ পাড়ি দিয়ে

প্রস্ফুটিত গোলাপগুচ্ছ হয়ে

কেউ আসে অতি ধীরে, নিঃশব্দে

হারিয়ে যাওয়া অতীতের সন্ধান পেয়ে

এই সব নিশি করতলে একটা ছিন্ন স্মৃতি অভিন্ন আবদারে রোপিত হয় আহ্লাদে অতি

স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায় বাস্তব নিশ্চিত জেনে থরে থরে সাজানো সব তৃপ্ত অবগাহনে

এই সব বিজন প্রহরে অখণ্ড যহিহীন অনুযোগে মন উড়ে যায় ক্ষণে ক্ষণে পুলকিত রোগে

হঠাৎ বিষাদ বিলাসী কোন বিহঙ্গ

উড়ে যায় পশ্চিম আকাশে

একটা নব জাতক ভোর উঁকি দেয় দখিনা বাতায়নে

কেউ জানেনা, সে ও না

এই দিন হাসি মুখে হেঁটে যাবে সান্ধ্য শ্মশানে!

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত