ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

বটবৃক্ষ

  এসকেএইচ সৌরভ হালদার

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২৩:২৯  
আপডেট :
 ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩৭

বটবৃক্ষ

বৃহদাকার বৃক্ষ তুমি,

জমিনের মাঝে আছো যে তুমি

সরু সরু ঝুরি বাতাসে দোলে

পরে মাটিতে প্রেরিত হলে।

স্তম্ভমূলের মাটির উপরাংশ,

পরিবর্তন হয় তবে বিটপে।

কচি পাতা তামাটে,

স্থান কাল পত্রভেদে

ভিন্ন একাধারে বৈশিষ্ট্য তোমার

বটের পাতা হয় একান্তর

ডিম্বাকৃত মসৃণ ও উজ্জ্বল।

পাংশুটে হলুদ হয় বটের কুড়ি,

তখনি পড়ে পাতার ঝুড়ি

বসন্ত,শরৎ আসে যখন।

নতুবা পাতা গজে তখন।

তিন ঋতুর পরিবর্তে,

ফল পেকে যাই মুহূর্তে।

গ্রীষ্ম,বর্ষা,শীত

তাহারিই নাম।

বহুগুণাগুণ তোমার

বেচে আছো অনন্তকাল

পাঁচ-ছয় শত বছর।

এ যে তোমার আয়ুষ্কাল,

বটবৃক্ষ তোমারি নাম

বহুবর্ষজীবী বেঁচে আছ চিরকাল।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত