ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

নীলা হারুন-এর কবিতা ‘পেঁয়াজ’

নীলা হারুন-এর কবিতা ‘পেঁয়াজ’

পরতে পরতে লেগে থাকে

পাঁপড়িগুলো স্তরীভূত জড়াজড়ি;

সেই কবের গোলাপী বিকেলের ফিকে হয়ে আসা রঙ

এখনো গায়ে মেখে তা মসলিন কোমল,

পলকা সে আবরণ খসিয়ে দিলেই

বেরিয়ে আসে মাংসল অদ্ভূত-

বর্তুলাকার ঝাঁঝালো মিষ্টি স্বাদ,

সরিষামাখা আপেল অথবা

অহংকারী সুন্দরীর মত

নেচে নেচে যায় মদ্যপ নগরীর আশেপাশে।

জনগণ চাইলেও ছুঁতে পারেনা সে বাস্তব মরীচিকা।

নিষিদ্ধপল্লীর অনাঘ্রাতা স্তনের চেয়েও দামী এখন

পৃথিবীর পেটের ভেতর জন্ম নেয়া এই সম্পদ!

অতি ক্ষণযৌবন,কিছুদিন পরেই সন্তানেরা মাথায় উঠে

লাই পেয়ে, পেয়ে আবহাওয়া আর্দ্র কোমল,

আমি কোন রূপকথা বলছি না,

এ তো ভূমিষ্ঠ পেঁয়াজ কেবল-

মুনাফালোভীদের ছোবলে যে পরিণত হয়েছে

বণিতা সবল,

আর্দ্র হিম রাতে নিজে না ঘুমিয়ে

লুঠেরা রসনাডাকুর ভয়ে

হতদরিদ্র বাংগাল রসিক

পরায় তারে কম্বল!

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত