ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

মোক্তার হোসেন-এর কবিতা ‌‘বাংলাদেশের স্বাধীনতা’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০১৯, ০৯:৫২  
আপডেট :
 ২১ নভেম্বর ২০১৯, ১০:১২

মোক্তার হোসেন-এর কবিতা ‌‘বাংলাদেশের স্বাধীনতা’
ফাইল ছবি

ধর্মের উপর ভিত্তি করে,

ভারত বর্ষ বিভক্ত হল।

ব্রিটিশ যখন চলে গেলো,

জিন্নাহ তখন ক্ষমতায় এলো।।

পূর্ব পাকিস্তান সফর হল,

উর্দু ভাষা ঘোষণা দিলো

বাংলার মানুষ রুখে দাঁড়ালো।।

তখন বঙ্গবন্ধুর যৌবনকাল,

নেতৃত্বের এক বেড়াজাল।

সাহসিকতার এক স্লোগান নিয়ে,

এগিয়ে এল সদলবলে

আমরা সবাই বাঙালী

বাংলায় মোরা কথা বলি।।

বঙ্গবন্ধুর নেতৃত্বে ছাত্রদের কর্তৃত্বে

আন্দোলনের সূচনা হল।।

পাকিস্তানী নির্যাতনের পর্যায় গেলো

বঙ্গবন্ধুর ঘোষণা ৬ দফার সূচনা হল

আন্দোলনের ঘনঘটা এলো,

আগরতলা ষড়যন্ত্র মামলা হল।।

নিপীড়ন নির্যাতন শুরু হল,

গণঅভ্যুত্থান ঘোষণা হল।

৭০-এর নির্বাচন হল,

আওয়ামী লীগ সংখ্যা গরিষ্ঠতা পেলো।।

আইয়ুব খান ক্ষমতায় থেকে

নির্বাচনের জয়ী দলকে

ক্ষমতা থেকে দুরে রাখে।

ভূট্টো খানের পরামর্শে, আইয়ুব খানের নির্দেশে

নির্বাচন গেলো নির্বিশেষে।।

৭১-এর মার্চ মাস,

বঙ্গবন্ধুর ভাষণ শেষে

ঐক্যবদ্ধ জনতা, অস্ত্র বিহীন একতা

বীর বাঙালী অস্ত্র ধর,

বাংলাদেশ স্বাধীন কর,

বঙ্গবন্ধুর একাগ্রতা

ফিরে পেলো স্বাধীনতা।।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত