ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

অনুগল্প: সমীকরণ

  জাহিদুল কবির রিটন

প্রকাশ : ২৪ জুলাই ২০১৯, ১৯:৩৫

অনুগল্প: সমীকরণ

কথাটা শোনার পর হতেই চুপ করে স্থির হয়ে বসে আছে সেলিম !

সে বিশ্বাস করে কোন একটি ঘটনার পেছনে কোন কারণ থাকে, কিংবা অনেকগুলো কারণের ফলেই একটি ঘটনার সৃষ্টি হয়। যা থেকে পরষ্পরায় অনেক ঘটনার জন্ম হয়।

দেখার মধ্যেও অনেক অদেখা থাকে, শোনার ভেতরেও অনেক ত্রুটি থাাকে, জানার সঙ্গেও অনেক অজানা থাকে; তাই সেলিম কোন সিদ্ধান্তে উপনীত হতে পারছে না।

সোহেলের সাথে পুলিশ কর্মকর্তাটির যা সখ্যতা ছিল, সোহেলের বাসায় তার প্রায়ই আসা-যাওয়া, তার বাসায় সোহেলের যাওয়া-আসা, বেলি ও সোহেল দম্পতির মধুর সংসার যাপন; নারী নির্যাতন মামলাটা জিজ্ঞাসাকে জটিল কিংবা সরল দিকে নিয়ে গেল।

বেলির দায়ের করা মামলায় সোহেল আজ গ্রেফতার হয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত