ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

অনুগল্প: কিম্ভুতকিমাকার

  জাহিদুল কবির রিটন

প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৯, ১৬:২৪

অনুগল্প: কিম্ভুতকিমাকার

পকেটের অবশিষ্ট টাকা দিয়ে দুই কেজি চাল আর এক কেজি আলু কিনতেই সব ফুরিয়ে গেল। আগামী দিনগুলোতে সংসার কিভাবে চলবে সে জানে না।শুধু সে নয়,তার দুই কর্মচারী; ঘোর অনিশ্চয়তা সোলায়মানদের চোখে মুখে।

সরকারি জায়গায় ছিল সোলায়মানের ছোট ভাতের হোটেল।দিন-মজুরদের কাছে হোটেলটি ছিল পছন্দের তালিকার শীর্ষে।

শান্তিতে ছিল সে;ব্যাবসা,বউ,স্কুলগামী দুই ছেলে-মেয়ে আর দুধের কন্যা সন্তানটিকে নিয়ে।

আচমকা এলো ঝড়। একদিনের নোটিশে বুলডোজার তছনছ করে দিল তার হোটেলটি সহ সেখানকার সবকিছু।

প্রতিবাদ ও হট্টগোলেই অনূগ্রহের দেয়া নির্ধারিত সময়ের অনেকটাই চলে গিয়েছিল।সবকিছু সরাবার সুযোগও পাওয়া যায়নি অবশেষে।

সেখানে নির্মিতব্য গণশৌচাগারটা নানা ভঙ্গিতে ভেসে উঠছে সোলায়মানের চোখে ।

  • সর্বশেষ
  • পঠিত