ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

কারামুক্ত হয়ে ভাষা আন্দোলনকে আরও বেগবান করেন বঙ্গবন্ধু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৩  
আপডেট :
 ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৭

কারামুক্ত হয়ে ভাষা আন্দোলনকে আরও বেগবান করেন বঙ্গবন্ধু

১৯৭১ সালে অর্জিত স্বাধীনতার জন্য আন্দোলন-সংগ্রামের গোড়াপত্তন হয়েছিল ৫২’এর ভাষা আন্দোলনে। স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র মুক্তিযুদ্ধের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ভাষা আন্দোলনে ছিলেন একজন সক্রিয় অংশগ্রহণকারী তরুণ ছাত্র নেতা।

ভাষা আন্দোলনের ধারাবহিকাতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কর্মচারীদের দাবি আদায়ের আন্দোলনে অংশ নেয়ায় বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত হন তরুণ ছাত্র নেতা শেখ মুজিবুর রহমান। ছাত্রত্ব না থাকায় ছাত্রলীগ থেকে বের হয়ে আওয়ামী মুসলিম লীগে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ১৯৪৯ সালে কারাগারে আটক অবস্থাতেই আওয়ামী মুসলিম লীগের কেন্দ্রীয় সম্মেলনে শেখ মুজিবের নাম দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে চুড়ান্ত করা হয়। সেসময় দলের সভাপতি ছিলেন জননেতা মওলানা ভাসানী।

ঊনপঞ্চাশ সালের জুন মাসের শেষ সপ্তাহে কারাগার থেকে মুক্তি পান শেখ মুজিব। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত হওয়ায় পরিবার থেকে তাকে দেশের বাইরে আইন নিয়ে পড়তে পাঠানোর আগ্রহ দেখালে তিনি তা প্রত্যাক্ষান করেন।

মুসলিম লীগ নেতাদের বিরুদ্ধে তার মনোভাব প্রকাশ করে শেখ মুজিব তার বাবাকে বলেন, বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মুসলিম লীগ নেতারা মানবে না। পশ্চিম পাকিস্তানে শিল্প কারখানা গড়া শুরু হয়েছে। পূর্ব পাকিস্তানের দিকে নজর দেয়া হচ্ছে না। রাজধানী করাচি। সব কিছুই পশ্চিম পাকিস্তানে। পূর্ব বাংলায় কিছু নেই। পশ্চিম পাকিস্তানের অন্যায়কে প্রশ্রয় না দিয়ে এর বিরুদ্ধে রুখে দাড়াতে দৃঢ় সংকল্প নেন শেখ মুজিবুর রহমান।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত