ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

সরকারি চাকরির জন্য সুপারিশ করবেন না: বঙ্গবন্ধু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৫  
আপডেট :
 ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৩

সরকারি চাকরির জন্য সুপারিশ করবেন না: বঙ্গবন্ধু
ফাইল ছবি

প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছিলেন, মেধা অনুসারে যোগ্য ব্যক্তিকে সরকারি চাকরিতে নিয়োগের জন্য কমিশন গঠন করা হবে। চাকরিতে নিয়োগ, বদলি এবং পদোন্নতির ব্যাপারে সুপারিশ না করার জন্য তিনি জননেতা ও পরিষদ (এমসিএ) সদস্যদের অনুরোধ করেন।

বঙ্গবন্ধু ১৯৭২ সালের ২৬ ফেব্রুয়ারি পাবনা জেলার নগরবাড়ী ঘাটে এক জনসভায় বলেছিলেন, ‘কোনো পরিষদ সদস্যর সুপারিশ নয়, একমাত্র সুযোগ্য কমিশনের মাধ্যমে নিরপেক্ষভাবে নির্বাচিত ও উপযুক্ত সরকারি কর্মচারীদের দ্বারা সরকারি প্রশাসন যন্ত্র সুষ্ঠুভাবে চলতে পারে।’

সরকারি দপ্তরগুলোতে এই ঘোষণার আগেই নির্দেশ জারি করা হয়েছিল যে, সুপারিশ সহকারে কোনো আবেদনপত্র যেন গ্রহণ না করা হয়।’

প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘মেধার ভিত্তিতে নিরপেক্ষভাবে নির্বাচিত সরকারি কর্মচারীদের নিয়োগের জন্য সরকার কমিশন গঠন করবে। সেই কমিশন বাংলাদেশের বিভিন্ন জেলা ঘুরে ঘুরে উপযুক্ত প্রার্থী নির্বাচন করবে। দলের লোকজনকে খুশি করার জন্য কেউ যেন কাউকে সুপারিশ না করেন।’

তিনি বলেন, ‘সুপারিশ করলেই প্রার্থীর আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।’

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত