ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

দ্বিতীয় মেয়াদে ক্র্যাবের সভাপতি আবুল খায়ের

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২০, ০১:৩৪

দ্বিতীয় মেয়াদে ক্র্যাবের সভাপতি আবুল খায়ের
নির্বাচিত অন্যদের সঙ্গে সভাপতি আবুল খায়ের (মাঝে)। ছবি: সংগৃহীত

অপরাধ বিষয়ক সংবাদ সংগ্রহে নিয়োজিত প্রতিবেদকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে দ্বিতীয় মেয়াদে সভাপতি হয়েছেন দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি আবুল খায়ের।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পূর্বাঞ্চল পত্রিকার ঢাকা ব্যুরো প্রধান আসাদুজ্জামান বিকু।

সভাপতি পদে ১৪৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন আবুল খায়ের। একই পদে অপর প্রার্থী দ্য ডেইলি সানের বিশেষ প্রতিনিধি ইসারফ হোসেন ইসা ১১০ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে তিন প্রার্থীর মধ্যে আসাদুজ্জামান বিকু ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার দেব দুলাল মিত্র ৯৯ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি পদে মোরছালীন বাবলা ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী শাহিন আবদুল বারী পেয়েছেন ৯৬ ভোট।

যুগ্ম সম্পাদক পদে সাখাওয়াত হোসেন কাওসার, সাংগঠনিক সম্পাদক পদে নিয়াজ আহমেদ লাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হরলাল রায় সাগর, আন্তর্জাতিক সম্পাদক পদে শাহীন আলম নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত তিনজন হলেন- মানবজমিনের রুদ্র মিজান, এসএ টিভির বাতেন বিপ্লব ও বাংলা নিউজের আবাদুজ্জামান শিমুল।

এছাড়া অর্থ সম্পাদক পদে আবু হেনা রাসেল, দপ্তর সম্পাদক পদে শহিদুল ইসলাম রাজী, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে জিএম তসলিম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফ বাবলু এবং কল্যাণ সম্পাদক পদে এসএম ইসমাঈল হুসাইন ইমু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির দোতলায় ক্র্যাব বহুমুখী সমবায় সমিতি কার্যালয়ে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ২৭৭ জন ভোটারের মধ্যে ২৫৪ জন ভোট দিয়েছেন।

তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পারভেজ খান।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত