ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপরি নুর, সম্পাদক মোজাফফর

  সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২০, ১৪:৫১

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপরি নুর, সম্পাদক মোজাফফর

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের ২০২০-২০২১ সালের জন্য নতুন নির্বাহী কমিটি গঠিন করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদিত হয়েছে। একইসাথে বিগত কমিটি কর্তৃক গঠিত নির্বাচন কমিশনও বাতিল করা হয়েছে।

নবনিবাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জিএম নুর ইসলাম, সহ-সভাপতি দৈনিক কল্যাণের জেলা প্রতিনিধি কাজী শওকত হোসেন ময়না, সাধারণ সম্পাদক বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাতক্ষীরা প্রতিনিধি মোজাফফর রহমান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমার বার্তা ও ডেইলি ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি এ বি এম মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান বাচ্চু, কোষাধ্যক্ষ সাপ্তাহিক মুক্ত স্বাধীনের সম্পাদক আবুল কালাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক নিউজ২৪ এর জেলা প্রতিনিধি শাকিলা ইসলাম জুই, দপ্তর সম্পাদক যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আহসানুর রহমান রাজীব।

নির্বাহী সদস্যবৃন্দ হলেন- দৈনিক জনতার জেলা প্রতিনিধি মুক্তিযোদ্ধা কালিদাস কর্মকার, দৈনিক সাতনদীর সম্পাদক হাবিুবর রহমান, আরটিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, গাজী টিভি ও দৈনিক পূর্বাঞ্চলের জেলা প্রতিনিধি কামরুল হাসান, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী সুজন।

পরে নির্বাহী কমিটির রুমে সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম। সাধারণ সম্পাদক মোজফফর রহমানের সঞ্চালনায় সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় বিভিন্ন দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকদের আবেদন যাচাই-বাছাই কওে ১৯ জনকে সদস্যপদ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সদস্যপদ প্রাপ্তরা হলেন যথাক্রমে- দৈনিক কাফেলা পত্রিকার সম্পাদক ডা. এটিএম উজ্জল, বার্তা সম্পাদক এম রফিক, চীফ রিপোর্টার এম ঈদুজ্জামান ইদ্রিস, দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক মহসিন হোসেন বাবলু, জাহাঙ্গীর আলম কবীর, মাছুদুর জামান সুমন, দৈনিক সুপ্রভাতের সম্পাাদক এ কে এম আনিছুর রহমান, মোঃ শাহ আলম, খালিদ হাসান, সাপ্তাহিক ইচ্ছে নদীর সম্পাদক মকসুমুল হাকিম, দৈনিক শেয়ার বিজ এর জেলা প্রতিনিধি ফারুক রহমান, দৈনিক আমার একুশের জেলা প্রতিনিধি আবদুল আলিম, দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি খন্দকার আনিসুর রহমান, দৈনিক প্রবাহের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক আমার সময়ের জেলা প্রতিনিধি শেখ রফিকুল ইসলাম রানা, দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি মহিদার রহমান, দৈনিক ভোরের দর্পণের জেলা প্রতিনিধি তাজমিনুর রহমান টুটুল, দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি হাসান গফুর, দৈনিক বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহফুজসহ উল্লোখিত ১৯ জন। একইসাথে দৈনিক সাতনদীর মোঃ হাবিবুর রহমান, রেজাউল করিম, ফেরদৌস আহমেদ, মাহফুজুর রহমানকে সহযোগি সদস্যপদ দেয়া হয়।

এ সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কাউনডাউন ঘড়ি স্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া প্রেসক্লাবের সামগ্রিক কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকল ভেদাভেদ ভুলে সাতক্ষীরা প্রেসক্লাবের ভাবমূর্তি রক্ষায় সকল পর্যায়ের সদস্যসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

একইসাথে সাতক্ষীরা প্রেসক্লাবের সামগ্রিক উন্নয়ন, বার্ষিক বনভোজনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভার শুরুতে সাতক্ষীরা প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত