ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

মাসিক টিফিন ভাতা বাতিল চান প্রাথমিক শিক্ষকরা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৬ মার্চ ২০২০, ১৬:৫৮

মাসিক টিফিন ভাতা বাতিল চান প্রাথমিক শিক্ষকরা
প্রতীকী ছবি

অন্যান্য সরকারি চাকরিজীবীদের সঙ্গে প্রাথমিক শিক্ষকদের টিফিন ভাতার পার্থক্য অনেকটাই দৃশ্যমান। যার পরিপ্রেক্ষিতে প্রতিবাদের অংশ হিসেবে প্রাথমিক শিক্ষকরা তাদের জন্য বরাদ্দকৃত টিফিন ভাতা প্রত্যাহার চাচ্ছেন।

সম্প্রতি এরকম একটি আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে পাওয়া যাচ্ছে। আবেদনটি বাংলাদেশ জার্নাল এর পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো-

বরাবর

উপজেলা শিক্ষা অফিসার

রাজারহাট, কুড়িগ্রাম।

মাধ্যম: যথাযথ কর্তৃপক্ষ।

বিষয়: টিফিন ভাতা প্রত্যাহার প্রসঙ্গে।

তাং- ০৫.০৩.২০২০ খ্রিস্টাব্দ

জনাব যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আমাকে প্রদেয় মাসিক টিফিনভাতা ২০০/-(দুইশত) টাকা যা গড়ে প্রতিদিন ৬.৬৬ (ছয় টাকা ছেষট্টি পয়সা) হারে দেয়া হয়, তা আমি ব্যক্তিগত কারণে প্রত্যাহারের আবেদন জানাচ্ছি।

অতএব, আমার মাসিক ভাতা থেকে প্রদেয় টিফিন ভাতা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার নেক মর্জি হয়।

নিবেদক

মনিবুল হক বসুনীয়া

সহকারী শিক্ষক।

আবুল কাশেম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

রাজারহাট, কুড়িগ্রাম।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত