ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

দুই সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি ইরাবের

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২০, ০০:২১  
আপডেট :
 ২০ এপ্রিল ২০২০, ০০:৩০

দুই সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি ইরাবের
বিডি নিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার। ছবি: সংগৃহীত

করোনাভাইরাস সঙ্কটের মধ্যে চাল চুরির খবর প্রকাশের জেরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী এবং জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারসহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত এ মামলা প্রত্যাহার দাবি করেছে অ্যাডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)।

সংগঠনের সভাপতি মুসতাক আহমদ ও সাধারণ সম্পাদক নিজামুল হক এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও টেলিভিশনের সংবাদকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ প্রকাশ করছেন। এসব গণমাধ্যমের সহায়তায় করোনার সব ধরনের তথ্য জনগণ পাচ্ছে। জনগণকে সচেতন করার ক্ষেত্রেও অন্যতম ভূমিকা রেখে যাচ্ছে গণমাধ্যম।

ইরাব অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। পাশাপাশি সব চাল-চোরদের ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে বিচারের দাবি জানায়।

উল্লেখ্য, শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি থানায় বালিয়াডাঙ্গি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী মামলাটি (মামলা নম্বর: ১২) দায়ের করেন। মামলায় শাওন আমিন ও রহিম শুভ নামে আরো দু’জনকে আসামি করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত