ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

মাদকবিরোধী অভিযানের সমালোচনার দায়ে অভিযুক্ত সাংবাদিক

মাদকবিরোধী অভিযানের সমালোচনার দায়ে অভিযুক্ত সাংবাদিক
মারিয়া রেসা। ছবি: সংগৃহীত

ফিলিপাইনের আদালত প্রেসিডেন্ট দূতেরতের মাদকবিরোধী অভিযানের সমালোচনার দায়ে অনলাইন সংবাদ মাধ্যম, আরএপিপিএলইর প্রাক্তন নির্বাহী, বিশিষ্ট সাংবাদিক ও সিএনএ’র প্রাক্তন মানিল ব্যুরো প্রধান,মারিয়া রেসাকে মানহানির দায়ে অভিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে আরো অভিযুক্ত হয়েছেন আরএপিপিএলইর গবেষক, রেনাল্ডো সান্তোস জুনিয়র।

মারিয়া তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেছেন এবং এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত বলে উল্লেখ করেন, তার বিরুদ্ধে এই রায়কে মুক্ত সংবাদ মাধমের প্রতি এক চরম আঘাত বলে ভাবা হচ্ছে।

তাকে গত বছরের শুরুতে তার ম্যানিলা কার্যালয়ে গ্রেপ্তার করা হয়। মারিয়া ২০১২ সালে তার অনলাইন মাধ্যমটি প্রতিষ্ঠা করেন এবং মাদকের বিরুদ্ধে প্রেসিডেন্ট দূতেরতের নৃশংস লড়াইয়ের বিবরণ প্রকাশ করে খ্যাতির শিখরে পৌঁছান।

রায় ঘোষণার পর মারিয়া বলেন, এটা প্রত্যাশিত ছিল; তবে এর বিরুদ্ধে আমরা লড়ে যাবো। তাদের ৬ মাস থেকে ৭ বছরের কারাদণ্ড হতে পারে।

মারিয়া রেসা ২০১৮ সালের দ্যা টাইম ম্যাগাজিন’র পারসন অফ দ্যা ইয়ার হিসাবে মনোনীত হয়েছিলেন। সূত্র: ভয়েস অফ আমেরিকা।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত