ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

০২ জুলাই : আজকের এই দিনে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০২ জুলাই ২০২০, ১০:২৩  
আপডেট :
 ০২ জুলাই ২০২০, ১৬:৪৪

০২ জুলাই : আজকের এই দিনে

পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে। আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই।

আসুন জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া নানা ঘটনা-

ইতিহাসের পাতায় ২ জুলাই এর ঘটনাবলি

১৭৭৮ ফরাসি দার্শনিক, সমাজবিজ্ঞানী ও আলোকিত যুগের অন্যতম প্রবক্তা জ্যঁ জাক রুশো মৃত্যুবরণ করেন।

১৮৪৩ হোমিওপ্যাথিক ওষুধ আবিষ্কারক জার্মানির স্যামুয়েল হ্যানিম্যান জন্মগ্রহণ করেন

১৯৩০ রাজনৈতিক নেতা ধীরেন্দ্রনাথ দত্ত আইন অমান্য আন্দোলনের জন্য ব্রিটিশ সরকার কর্তৃক গ্রেপ্তার হন

১৯৬১ সত্যাগ্রহ আন্দোলনের ধারাবাহিকতায় আসামের ভাষা পরিষদ ভাষা দাবি দিবস পালন করে

১৯৭৬ সমাজতান্ত্রিক উত্তর ভিয়েতনাম সোশ্যালিস্ট রিপাবলিক অব ভিয়েতনাম ঘোষণা করে

১৯৯০ মক্কা নগরীর কাছে মিনার সুড়ঙ্গ দুর্ঘটনায় ১৪১৬ হাজি মারা যান

আরএ

  • সর্বশেষ
  • পঠিত