ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

ছিনতাই করতে গিয়ে ভুয়া পুলিশ আটক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ জুলাই ২০২০, ১৬:০২

ছিনতাই করতে গিয়ে ভুয়া পুলিশ আটক

রাজধানীর উত্তরা এলাকায় পুলিশ পরিচয়ে ছিনতাই করে পালানোর সময় নাছির (৪৩) নামে একজনকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ভুয়া ওয়াকিটকি, পুলিশের পোশাক পরিহিত এক কপি ছবি ও ছিনতাইকৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার আজমপুর এলাকা হতে তাকে আটক করা হয়। শনিবার সকালে আদালতে পাঠানো হয়।

শনিবার দুপুরে উত্তরা পূর্ব থানার পুলিশ পরিদর্শক অপারেশন মনিরুল হক ডাবলু জানান, রুয়েল মিয়া নামে এক ব্যক্তি উত্তরা পূর্ব থানার ৪নং সেক্টরের একটি বাসায় কাজ করেন। শুক্রবার দুপুরে তিনি কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। তিনি নওয়াব হাবীবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে তাকে ডাক দিয়ে দাঁড় করায় ভুয়া পুলিশ নাছির। নাছির তার হাতে থাকা ওয়াকিটকি ও পুলিশের পোশাক পরিহিত ছবি দেখিয়ে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বলে-তুইতো মাদকসেবী, গাঁজা খাস। এই কথা বলে রুয়েলের কাছে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় এবং চর থাপ্পর মেরে সোজা সামনের দিকে চলে যেতে বলে।

পরে রুয়েল মিয়া একটু সামনে গিয়ে আশেপাশের লোকজনকে ঘটনার বিষয়ে বললে তারা সবাই নাছিরকে ছিনতাইকারী বলে ধর ধর করে চিৎকার করতে থাকে। দৌড়ে পালানোর সময় আজমপুর মোড়ে ডিউটিরত উত্তরা পূর্ব থানা পুলিশ নাছিরকে আটক করে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত