ঢাকা, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

শাহেদ-আরিফের প্রতারণার খেসারত দিচ্ছি আমরা

  নাজমুল হুদা

প্রকাশ : ১৩ জুলাই ২০২০, ০২:২৬  
আপডেট :
 ১৩ জুলাই ২০২০, ০২:৩৩

শাহেদ-আরিফের প্রতারণার খেসারত দিচ্ছি আমরা
মো: শাহেদ ও আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

পৃথিবীতে করোনাভাইরাস মহামারি হিসেবে বিবেচিত হলেও ডা. সাবরিনা, আরিফ আর সাহেদের জন্য ছিলো উৎসবের আমেজ। করোনায় এই দুঃসময়ে মানুষকে চিকিৎসা সেবা দেয়ার নামে তারা হাতিয়ে নিয়েছেন বিশাল অঙ্কের টাকা। টাকার ক্ষতি পরিমাপ করা গেলেও ভুয়া রিপোরর্টে মানুষের মৃত্যু আর স্বজনদের হাহাকার পরিমাপ করার কোনো যন্ত্র নেই।

প্রতারকরা মানুষের অসহায়ত্ব আর ব্যক্তি ক্ষমতার সুযোগ নিয়েই করেছেন বড় ধরনের দুর্নীতি। বিশ্ববাসীর কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়ে বিদেশের মাটিতেও ক্ষুণ্ন হয়েছে দেশের নাম। তাদের কর্মকাণ্ডের আমরা ভুক্তভোগী তো বটেই খেসারতও দিতে হচ্ছে আমাদের।

করোনার মহামারিতে সেবা দেয়ার নামে যারা এসব ন্যাক্কারজনক কর্মকাণ্ড যারা করেছে তাদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াটা ষোল কোটি বাঙালির দাবি। আমার দাবি।

লেখক: শিক্ষার্থী, সরকারি তিতুমীর কলেজ।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত