ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

আরিফ সিসি ক্যামেরা ভাঙলেও সাবরিনা নীরব!

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২০, ০৫:৩০

আরিফ সিসি ক্যামেরা ভাঙলেও সাবরিনা নীরব!
প্রতারক আরিফ চৌধুরী ও সাবরিনা। ছবি: সংগৃহীত

করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট প্রদানের অভিযোগে জেকেজির চেয়ারম্যান ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জন সাবরিনা আরিফ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তিনি তেঁজগাও থানার হাজতখানায় বন্দি আছেন।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার মো. মাহমুদ খান বলেন, করোনাভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহ ও ভুয়া ফলাফল দেয়ার ঘটনায় সাবরিনার সম্পৃক্ততার কথা জিজ্ঞাসাবাদে তার স্বামী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন।

আরো পড়ুন: সাবরিনা আরিফ জেলে, ক্যাডার বাহিনীর কী হবে?

এদিকে রোববার বিকেল ৫টার দিকে থানা হাজতে ঢুকে চুপচাপ হয়ে গেছেন চিকিৎসক সাবরিনা। থানা পুলিশ সূত্রে জানা গেছে রাত ১০টার দিকেই ঘুমিয়ে পড়েছেন তিনি।

রাতের ডিউটিতে থাকা এসআই মিজানুর রহমান বলেন, সে দ্রুতই ঘুমিয়ে পড়েছেন। যতটুকু দেখে মনে হয়েছে সুস্থ আছেন। রাতে খাবার খেয়েছেন। চুপচাপই বসে ছিলেন।

আরো পড়ুন: জেকেজি’র সাবরিনাকে চাকরিচ্যুত করেছিলেন স্বামী আরিফ!

পুলিশ সূত্রে জানা যায়, সাবরিনার স্বামী জেকেজির সিইও আরিফ গ্রেপ্তার হয়ে হাজতখানার ভেতরের সিসি ক্যামেরা, ফ্যান, লাইট প্রভৃতি ভাঙচুর করেছিলেন। কিন্ত তিনি অনেকটাই চুপচাপ। আরিফের সিসি ক্যামেরা ভাঙচুরের ঘটনায় থানা পুলিশে পক্ষ থেকে একটি মামলাও হয়েছে। এ নিয়ে অবশ্য আরিফের ওপর মোট ৩ মামলা।

এদিকে সাবরিনাকে গ্রেপ্তারের পর পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি হারুন অর রশিদ বলেন, আজ সোমবার (১৩ জুলাই) সাবরিনাকে আদালতে উপস্থাপন করে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর এ ঘটনায় আর কে কে জড়িত রয়েছেন সে সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

আরো পড়ুন:

> নায়িকা হতে চেয়েছিলেন প্রতারক ডা. সাবরিনা

> সাবরিনাকে রিমান্ডে চায় পুলিশ

> জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা গ্রেপ্তার

> পদ থেকে সাময়িক বরখাস্ত ডা. সাবরিনা

> তিতুমীরে সেই হামলার নির্দেশনা দিয়েছিলেন ডা. সাবরিনা

> সাড়ে ১৫ হাজার টেস্টে প্রায় ৮ কোটি টাকা আত্মসাৎ করেছে

> জেকেজির প্রতারণা, তিতুমীরে চলতো নাচ গান অশ্লীলতা

> নারী পুরুষ নিয়ে জেকেজির ‘হানিমুন ট্রিপ’

> করোনায় সেবার নামে প্রভাব বিস্তার, ভুয়া পরীক্ষার সনদ

> সাবরিনার নির্দেশে সাংবাদিকদের ওপর হামলা করে জেকেজির ক্যাডাররা

> স্বামী স্ত্রীর আজব কারবার!

> তিতুমীরে থাকা জেকেজির কর্মীরাও করোনার ভুয়া রিপোর্ট দিত?

> সেবা দিতে এসে সংঘাতে জড়ালো জোবেদা খাতুন হেলথ কেয়ার

  • সর্বশেষ
  • পঠিত