ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

আজকের এই দিনের ইতিহাস

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২০, ০৯:০০

আজকের এই দিনের ইতিহাস

আজ ১৫ জুলাই ২০২০, বুধবার। ৩১ আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ। বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য রয়েছে ইতিহাসে আজকের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৯৩৫- কমিউনিস্ট আন্তর্জাতিকের সপ্তম কংগ্রেস শুরু।

১৯৩৯- নিউইয়র্কের নারী বৈমানিক কারা অ্যাডামস প্রথম প্লেনে বিশ্বপরিক্রমা সম্পন্ন করেন।

১৯৭৩- বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী পাস হয়।

এ সংশোধনীর মাধ্যমে ৪৭ অনুচ্ছেদে দুটি নতুন উপধারা সংযোজন করা হয়। এ সংশোধনীর মূল কারণ ছিল গণহত্যাজনিত অপরাধ, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধপরাধ ও অন্যান্য অপরাধের জন্য আইন পাস ও তা কার্যকর করা।

১৯৭৭- বাংলাদেশ শিশু একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন।

জন্ম

১৬০৬- হল্যান্ডের বিখ্যাত চিত্রশিল্পী রেমব্রন্ট।

১৮২০- শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, সাংবাদিক, প্রবন্ধকার ও লেখক অক্ষয়কুমার দত্ত।

১৮৯৩- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নুরুল আমিন।

১৯৫৪- আর্জেন্টাইন ফুটবলার মারিও কেম্পেস।

মৃত্যু

১৯০৪- রুশ চিকিৎসক, ছোটগল্পকার এবং নাট্যকার আন্তন পাভলোভিচ চেখভ।

১৯১৯- নোবেলজয়ী জার্মান জৈব-রসায়নবিদ এমিল ফিশার।

১৯৭৭- রুশ লেখক কনস্তানতিন ফেদিন।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত