ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

আজকের এই দিনের ইতিহাস

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২০, ০৬:৫২

আজকের এই দিনের ইতিহাস

পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে। আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই।

আসুন জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া নানা ঘটনা-

ইতিহাস

১৪৩৭- মুদ্রণ যন্ত্রের আবিষ্কার।

১৫৫১- তুরস্কের নৌবাহিনী ত্রিপোলি দখল করে।

১৫৮৫- রানি প্রথম এলিজাবেথ নেদারল্যান্ডসের সার্বভৌমত্ব খারিজ করে দেন।

১৭৬২- ইংল্যান্ডের নৌবাহিনী হাভানা দখল করে।

১৭৯০- সুইডেন ও রাশিয়ার মধ্যে শান্তিচুক্তি।

১৮২৫- ব্রিটিশ পদার্থ বিজ্ঞানী ও রসায়নবিদ মাইকেল ফ্যারাড অনেক পরীক্ষা-নীরিক্ষা ও গবেষণার পর অপরিশোধিত তেল থেকে পেট্রোল আবিষ্কার করতে সক্ষম হন।

১৯১২- মার্কিন মেরিন সেনা নিকারাগুয়া দখল করে।

১৯৪১- রুজভেল্ট ও চার্চিল আটলান্টিক চার্টার নামক শান্তিচুক্তিতে স্বাক্ষর করেন।

১৯৪৭- ভারতবর্ষ বিভক্তির মাধ্যমে পৃথক পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হয়।

পরের দিন (১৫ আগস্ট) ঘোষিত হয় ভারতের স্বাধীনতা। ১৪ আগস্ট রাতে ব্রিটিশ সরকার তাদের ইন্ডিয়ান ঔপনিবেশকে দুটি ‘ডমিনিয়ন’ ঘোষণা করে ক্ষমতা হস্তান্তর করে। সমালোচিত দ্বি-জাতিতত্ত্বের ভিত্তিতে বিভক্ত হওয়া পাকিস্তান গড়ে ওঠে মুসলিমপ্রধান ‘পূর্ব বাংলা’ ও ওপারের মূল পাকিস্তান নিয়ে। আর ভারত গড়ে ওঠে বাংলাভাষী হওয়া সত্ত্বেও হিন্দু অধ্যুষিত ‘পশ্চিম বাংলা’সহ বেশ কিছু বাংলাভাষী এলাকা নিয়ে। যদিও এই বিভক্তির প্রায় ২৪ বছর পর পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। একসময়ের এক ভারতবর্ষ এখন তিনটি দেশ হিসেবে পরিচিত, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান।

জন্ম

১৯৪২- বাংলাদেশি কবি ও সাহিত্যিক শহীদ কাদরী।

কলকাতায় জন্ম। নাগরিক-জীবন-সম্পর্কিত শব্দ চয়নের মাধ্যমে বাংলা কবিতায় নাগরিকতা ও আধুনিকতাবোধের সূচনা করেছিলেন। দেশপ্রেম, অসাম্প্রদায়িকতা, বিশ্ববোধ, প্রকৃতি ও নগর জীবনের অভিব্যক্তি তার কবিতার ভাষা, ভঙ্গি ও বক্তব্যেকে বিশেষায়িত করেছে। প্রকাশিত কাব্যগ্রন্থ চারটি। ২০১১ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক লাভ করেন। ২০১৬ সালের ২৮ আগস্ট নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

১৯৬৬- মার্কিন মডেল, অভিনেত্রী ও প্রযোজক হ্যালি বেরি। ১৯৮৩- মার্কিন অভিনেত্রী মিলা কুনিস।

মৃত্যু

১৪৩৩- পর্তুগালের রাজা প্রথম জোহান।

১৯৩৫- নোবেলজয়ী ফরাসি পদার্থবিদ ফ্রেদেরিক জুলিও কুরি।

১৯৪১- নোবেলজয়ী ফরাসি রসায়নবিদ পল সাবাতিয়ঁ।

১৯৫৬- জার্মান নাট্যকার বেরটোল্ড ব্রেখট।

১৯৭২- ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার ও কবি ঝুল রম্যাঁ।

  • সর্বশেষ
  • পঠিত