ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

এনএসআই-র‌্যাবের যৌথ অভিযান

পাসপোর্ট-ভিসা জালিয়াতির হোতা মাসুম আটক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৩  
আপডেট :
 ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:০১

পাসপোর্ট-ভিসা জালিয়াতির হোতা মাসুম আটক

দীর্ঘদিন ধরেই বাংলাদেশসহ বিভিন্ন দেশের জাল পাসপোর্ট ও ভিসা তৈরির কারবার করে আসছিলেন মাসুম আহমেদ নামে সিলেটের এক প্রতারক। তিনি ইসরাইল, স্পেন, তুরস্ক, ক্যামেরুন এবং ইউরোপের বেশিরভাগ দেশের পাসপোর্ট ও ভিসা তৈরির মাধ্যমে প্রতারণা করেন অসংখ্য মানুষের সাথে। তবে শেষ রক্ষা হয়নি। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র্যাবের অভিযানে ধরা পড়েছেন।

মানি লন্ডারিং ও হুন্ডি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত প্রতারক মাসুম আহমেদকে রোববার গভীর রাতে সিলেটের কানাইঘাট থেকে আটক করা হয়।

সূত্র জানায়, মাসুম স্পেনের একটি পাসপোর্ট তৈরিতে নেন দুই হাজার ইউরো। বাংলাদেশীদের পাশাপাশি বিদেশি নাগরিকদের বিভিন্ন দেশের পাসপোর্ট ও ভিসা তিনি জালিয়াতির মাধ্যমে তৈরি করে দিতেন।

জার্মানি ও বুলগেরিয়া থেকে ইসলামী ব্যাংকের মাধ্যমে গত মাসে ১ মিলিয়ন ইউরো গ্রহণ করেন মাসুম। তিনি জার্মানি, নিউজিল্যান্ড, ক্রোয়েশিয়া, রোমানিয়া, ইটালি, গ্রিস, মালয়েশিয়া, কানাডাসহ বিভিন্ন দেশে মানব পাচার করে আসছিলেন। নেপাল, দিল্লি, সৌদি আরব, ভিয়েতনাম ও কম্বোডিয়ার রুট ব্যবহার করে তিনি ওইসব দেশে মানব পাচার করেন।

মাসুমের সহযোগীদের আটক করার জন্য দেশব্যাপী তৎপরতা অব্যাহত রেখেছে এনএসআই ও র‌্যাব।

আরো পড়ুন

ব্রুনাইয়ে মানব পাচার, কোটি কোটি টাকা লোপাটকারী হিমু গ্রেপ্তার

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত