ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ধৈর্য হারা জনপ্রতিনিধি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২০, ২১:০৪

ধৈর্য হারা জনপ্রতিনিধি
ছবি: লেখকের ফেসবুক থেকে সংগৃহীত

জনস্বার্থে ক্ষমতাসীন রাজনৈতিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাস্তবায়নকারী জেলা উপজেলার কর্মকর্তাদের অশোভন নিগ্রহের এবং ধমক সহ্য করতে হচ্ছে স্থানীয় সংসদ সদস্যেদের দ্বারা।

সম্প্রতি গণমাধ্যমে দুটি ঘটনা প্রকাশিত হয়েছে। একটি হলো ফরিদপুরের ভাঙায় আরেকটি হল কুমিল্লার সদরে। দুটি ঘটনারই অডিও গণমাধ্যম প্রকাশ করেছে। এটা রাজনৈতিক কর্তৃপক্ষের জন্য বিব্রতকর। এদিকে জনশ্রুতি রয়েছে, কোনো কোনো এলাকায় সংসদ সদস্যের ইশারার বাইরে গাছের পাতাও নড়ে না।

অপরদিকে বৃহস্পতিবার জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সমালোচনা করে উদ্বেগজনক বক্তব্য রেখেছেন। জনপ্রশাসনের জন্য এই তথ্য সুখকর নয়।

১৯৯৮ সালে প্র‍য়াত জনপ্রশাসন সচিব শফিউর রহমান, প্রশাসনের মধ্যম এবং শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তাদের তিরষ্কার করে জনপ্রশাসনের Internal Beauty বৃদ্ধি করেছিলেন। ওই সময় সিভিল প্রশাসন একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছিল।

এখন রাজনৈতিক কর্তৃপক্ষের কেউ কেউ এবং জনপ্রশাসনের কতিপয় কর্মকর্তা ইউনিয়ন নেতাদের মতো আচরণ করছেন। এটা সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার জন্য সুখবর নয়।

লেখকের ফেসবুক থেকে নেওয়া

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত