ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

বিমানের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২১, ২১:৪৭

বিমানের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

করোনায় যেখানে বিশেষজ্ঞরা সাধারণ সতর্কতার অংশ হিসেবে বার বার মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন; সেখানে আজ (সোমবার) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অনেককেই মাস্ক ছাড়া উপস্থিত হতে দেখা গেছে।

অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেখে অনেকেই সমালোচনা করেছেন।

আজ প্রধান কার্যালয়ের লবিতে কেক কেটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পূর্তির উদ্বোধন শেষে ৫০তম বর্ষে পদার্পণের শুভ সূচনা করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন সকাল ১০টায় জাতীয় পতাকা ও সংস্থার নিজস্ব পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত গাওয়া হয়।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন এবং বিমানের পরিচালকবৃন্দ, পদস্থ কর্মকর্তা ও সকল স্তরের কর্মকর্তা কর্মচারী মোনাজাত ও দোয়ায় অংশগ্রহণ করেন।

এ সময় বিমানের উত্তরোত্তর উন্নয়ন, সকলের সুস্বাস্থ্য কামনা, করোনা মহামারী থেকে বিশ্বকে রক্ষা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা যুদ্ধের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ ও প্রধানমন্ত্রীসহ জাতির কল্যাণ কামনা করা হয়।

আরো পড়ুন: বিমান বাংলাদেশের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জার্নাল/এইচকে/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত