ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

র‌্যাবের অভিযানে ১৮ জুয়াড়ি গ্রেপ্তার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২১, ১৯:২৩  
আপডেট :
 ১৮ জানুয়ারি ২০২১, ১৯:৩১

র‌্যাবের অভিযানে ১৮ জুয়াড়ি গ্রেপ্তার
প্রতীকী ছবি

ঢাকার যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে পৃথক অভিযানে ১৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার র‌্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার রাতে র‌্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া কালিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- শেখ মো. সাজু (৩৫), আতিকুর রহমান (৩৫), জাহাঙ্গীর হোসেন (২৭), আশিক খান (২৬), খোকন বর্মন (৩৬), রাজু সাহা (২৬), সাত্তার সরদার (৪০) ও চন্দ্রবান মণ্ডল (৩২)।

এসময় তাদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন, ৫ প্যাকেট জুয়া খেলার কার্ড (তাস) ও নগদ ৪ হাজার ৫৪৬ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া রোববার রাতে র‌্যাব-১০ এর অপর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. শামীম (৪০), মো. জাকারিয়া (৪০), মো. আকমুল হোসেন (৪২), মো. আইয়ুব আলী (৬০), মো. আবুল হাসেম (৪০), মো. গিয়াস উদ্দিন (৪০), মাহাবুব আলম (৩৮), মো. সোহাগ (৩০), আনোয়ার হোসেন (৪২) ও নাসির আকন (৩৯)।

এসময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ৪ প্যাকেট জুয়া খেলার কার্ড (তাস) ও নগদ ৪০ চল্লিশ হাজার ৪০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন ধরে একে অন্যের সঙ্গে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এফজেড/কেআই

  • সর্বশেষ
  • পঠিত